স্কিল ইন্ডিয়া ও ভারতীয় রেলওয়ে যৌথ উদ্যোগে মাধ্যমিক পাস শিক্ষা গত যোগ্যতাই এপ্রেন্টিস প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি প্রকাস পেয়েছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে। সুম্পূর্ণ বিনামূল্যে এই আবেদনটি করতে পারবে। প্রশিক্ষণ চলাকালিন স্টাইপেন্ট দেওয়া হবে।
ইতি মধ্যে আবেদন শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
প্রশিক্ষণের নাম - আপ্রেন্টিস শিপ
মোট শূন্য পদ - ৪১০৩ ( জেনারেল -১৬৪৫ , ওবিসি - ১১১৩ , এস সি -৬২০ টি , এস টি - ৩১০ টি )
যেসব ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলি হল -
এসি মেকানিক , কার্পেন্টার , ডিজেল মেকানিক , ইলেকট্রিক মেকানিক , ইলেক্ট্রিসিয়ান , পেইন্টের , ওয়েল্ডার , mmtm , tmw
ট্রেড অনুযায়ী শূন্যপদ নিচে বিন্যাস দেওয়া হলো -
বয়স সীমা - ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করা হবে ৪ অক্টোবর ২০২১ হিসাবে।
সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্ছ বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা - আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। ১০+২ সিস্টেমে উচ্চমাধ্যমিক পাস হতে হবে। উচ্চমাধ্যমিক এ অন্তত ৫০% নাম্বার থাকতে হবে। সঙ্গে NCVT বা SCVT যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ( ITI ) পাস করতে হবে
আবেদন পদ্ধতি - আবেদন করা হবে সরাসরি অনলাইন এর মাধ্যমে SCR.INDIANRAILWAY.GOV.IN ওয়েবসাইট গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আবেদন কারীর বৈধ মোবাইল নম্বর এবং এমিল আইডি থাকতে হবে। .
আবেদন ফি : অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে।
আবেদন শুরু ০৪/১০/২০২১
আবেদন শেষ : ০৩/১১/২০২১
OFFICIAL NOTIFICATION :