পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন- এর পক্ষ থেকে চাকরির নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশ যোগ্যতায় বিভিন্ন পোষ্টে এই নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার পুরুষ ও মহিলা সকলেই এই সমস্ত পোষ্টগুলির জন্য আবেদন করতে পারবে।
মহাবনী ডেভেলপমেন্ট অথোরিটির অধীনে হওয়া এই চাকরির জন্য কি কি পদ বা পোষ্ট রয়েছে, শুন্যপদের সংখ্যা, বেতন এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে নিচে পরপর জানানো হচ্ছে।
WBMSC Recruitment 2021
WBMSC Recruitment 2021
নোটিশ নম্বরঃ WBMSC/Web/74/Direct-II
আবেদনের নিয়ম : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
যেসব পোষ্টে নিয়োগ করা হবেঃ
(1) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
(2) সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
(3) সার্ভেয়র
(4) ড্রাফটম্যান
(5) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট
(6) লোয়ার ডিভিশন ক্লার্ক
(7) অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার
পোষ্ট গুলির খুটিনাটি :
(1) পোষ্টের নাম- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
বেতন- পে লেভেল 16 অনুযায়ী প্রতি মাসে 56,100 টাকা
বয়স- 01.01.2021 তারিখ হিসাবে আবেদনকারীর বয়স 18-36 বছরের মধ্যে বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে।
শুন্যপদ- 1 (UR)
(2) পোষ্টের নাম- সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
বেতন- পে লেভেল 12 অনুযায়ী প্রতি মাসে 35,800 টাকা
বয়স- 01.01.2021 তারিখ হিসাবে আবেদনকারীর বয়স 18-36 বছরের মধ্যে বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করা থাকতে হবে।
শুন্যপদ- 1 (UR)
(3) পোষ্টের নাম- সার্ভেয়র
বেতন- পে লেভেল 9 অনুযায়ী প্রতি মাসে 28,900 টাকা
বয়স- 01.01.2021 তারিখ হিসাবে আবেদনকারীর বয়স 18-39 বছরের মধ্যে বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করতে হবে, সেইসঙ্গে সার্ভে অথবা ডিপ্লোমা ইন সার্ভে অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি করা থাকতে হবে।
শুন্যপদ- 1 (UR)
(4) পোষ্টের নাম- ড্রাফটম্যান
বেতন- পে লেভেল 9 অনুযায়ী প্রতি মাসে 28,900 টাকা
বয়স- 01.01.2021 তারিখ হিসাবে আবেদনকারীর বয়স 18-39 বছরের মধ্যে বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, তারসাথে ডিপ্লোমা ইন আর্কিটেকচার অথবা সিভিল ড্রাফটম্যানশিপ- এর ডিপ্লোমা করা থাকতে হবে।
শুন্যপদ- 1 (UR)
(5) পোষ্টের নাম- ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট
বেতন- পে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 22,700 টাকা
বয়স- 01.01.2021 তারিখ হিসাবে আবেদনকারীর বয়স 18-40 বছরের মধ্যে বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে 20 টি ইংরেজি শব্দ টাইপ করতে পারতে হবে।
শুন্যপদ- 1 (UR)
(6) পোষ্টের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক
বেতন- পে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 22,700 টাকা
বয়স- 01.01.2021 তারিখ হিসাবে আবেদনকারীর বয়স 18-40 বছরের মধ্যে বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার এর কোর্স করা থাকতে হবে।
শুন্যপদ- 2 (UR-1, SC-1)
(7) পোষ্টের নাম- অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার
বেতন- পে লেভেল 16 অনুযায়ী প্রতি মাসে 56,100 টাকা
বয়স- 01.01.2021 তারিখ হিসাবে আবেদনকারীর বয়স 18-36 বছরের মধ্যে বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- টাউন প্ল্যানিং/সিটি প্ল্যানিং/আরবান প্ল্যানিং/হাউসিং প্ল্যানিং/কান্ট্রি প্ল্যানিং/রুরাল প্ল্যানিং/ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং/রিজিওনাল প্ল্যানিং/ট্রান্সপোর্ট প্ল্যানিং/এনভাইরনমেন্টাল প্ল্যানিং- এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে পোষ্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রি করা থাকতে হবে।
শুন্যপদ- 1 (UR)
আবেদন প্রক্রিয়াঃ
পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন- এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.mscwb.org) অনলাইনের মাধ্যমে ইচ্ছুক এবং শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন ফিঃ
জেনারেল এবং ওবিসি শ্রেনিদের আবেদন ফি জমা করতে হবে 220 টাকা (150+50+20), ST, SC এবং PH শ্রেনিদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 70 টাকা (50+20)।
নিয়োগ প্রক্রিয়া এবং সিলেবাসঃ
কিছুদিন পরে অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.mscwb.org) জানিয়ে দেওয়া হবে (অফিসিয়াল নোটিশে এমনটাই লেখা আছে)।
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ 02.10.2021
আবেদন শুরু 04.10.2021
আবেদন শেষ 04.11.2021
চাকরি ও কাজের আপডেট মিস না করতে
▶️ আবেদন করার লিংক CLICK HERE
