Ads Area

Bandhan Bank Recruitment 2021 | Bank Recruitment 2021 | বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ | Bandhan Bank Vacancy

 পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চাকরি বিরাট বড় সুযোগ রয়েছে। এখানে চাকরি পাওয়া খুবই সোজা। Bandhan Bank Recruitment 2021

 শুধুমাত্র আপনার বায়োডাটা ও ডকুমেন্ট জমা দেওয়ার মাধ্যমেই আপনার চাকরি হয়ে যাবে। এখানে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হয় না সরাসরি আপনাকে নিয়োগ করা হয়। রাজ্যে প্রচুর পরিমাণে বন্ধন ব্যাংকে কর্মীর প্রয়োজন। 



প্রতিনিয়ত নিয়োগ করা হচ্ছে বন্ধন ব্যাংকে। আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সাজেশন পাস হয়ে থাকেন তাহলে এই ব্যাংকে চাকরির জন্য আবেদন করতে পারেন। এখানে আবেদন করলে চাকরি হয়ে যায়। অনেকেই বন্ধন ব্যাংকের চাকরির ব্যাপারে তেমন কিছু জানেনা কারণ এখানে কোন অফিশিয়াল নোটিফিকেশন দিয়ে চাকরির নিয়োগ করা হয় না। এখানে সরাসরি নিয়োগ করা হয় কোন রকম বিজ্ঞপ্তি ছাড়াই। তাহলে আসুন কিভাবে বন্ধন ব্যাংকে চাকরি পাবে ন কিভাবে আবেদন করবেন সেই ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক 

পদের নাম:

 এখানে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদ রয়েছে। আপনার যদি প্রথমে বন্ধন ব্যাংক ইউনিটে চাকরি হয় তাহলে  যেগুলো পদের নিয়োগ করা হবে সেগুলি- 


1. RO(Relationship Officer ) এবং

2.RO-SS(Relationship Officer - Super Server)


আপনার যদি সরাসরি বন্ধন ব্যাংকে চাকরি হয় তাহলে বিভিন্ন ধরনের পদ রয়েছে সেগুলি হল-

Branch Banking

Bank Staff

Cashier

various Posts



 শিক্ষাগত যোগ্যতা: 

এখানে চাকরির জন্য আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাস বা গ্রাজুয়েশন পাস হতে হবে। এছাড়াও মাধ্যমিক পাসে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। মাধ্যমিক পাশের যেসব পোস্ট রয়েছে তাদের মূলত ব্যাংকিং কোনো পরিষেবায় কাজ দেওয়া হয়না, এদের গ্রুপ ডি পোস্ট এর জন্য বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত করা হয়।

কাজের ধরন

 আপনাকে পার্মানেন্টলি ভাবে নিয়োগ করা হয়। একবার আপনি এই কাজে নিযুক্ত হয়ে গেলে আপনাকে চাকরি থেকে আর কখনোই বের করবে না। বন্ধন ব্যাংকে মূলত প্রচুর টাকার লেনদেন হয় , আপনি যদি টাকা-পয়সার নয়-ছয় করেন তাহলে আপনার চাকরি যাওয়ার সম্ভাবনা আছে নচেৎ আপনাকে কখনো চাকরি থেকে বের করা হবে না।


কি ধরনের কাজ করতে হবে?

আপনার যদি RO বা RO-SS পদে চাকরি হয় তাহলে আপনাকে প্রথমেই গ্রাম থেকে মহিলা লোন কালেকশন বা বাজার থেকে লোন কালেকশন এর দায়িত্ব দেওয়া হবে।

আপনার যদি ব্যাংকিং কোনো পরিষেবায় কাজ হয় তাহলে আপনাকে ব্যাংকের মধ্যে কাজ করার দায়িত্ব দেবে।


আবেদন পদ্ধতি:

 এখানে আপনি অনলাইনের মাধ্যমে বা অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে পারেন। তবে অফলাইনে আবেদন করলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা টা একটু বেশি থাকে।

বন্ধন ব্যাংক এ কিভাবে আবেদন করবেন তার তথ্য জেনে নিন :

এখানে আপনি নিজে নিজেই আবেদন করতে পারবেন । আপনার মোবাইল থেকে আবেদন করতে পারবেন ও আপনি অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার আগে আপনি অবশ্যই আপনার নিকটবর্তী কোন বন্ধন ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করে নিতে পারেন ও এই চাকরি সম্বন্ধে সমস্ত তথ্য ও আপনাকে কি কি কাজ করতে হবে তার ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।


অফলাইনে আবেদন পদ্ধতি:

অফলাইনে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনি প্রথমে সুন্দর করে আপনার একটা বায়ো ডাটা তৈরি করবেন। এর সঙ্গে আপনি আপনার এক কপি ফটো, আপনার ভোটার কার্ড, আধার কার্ড ও পেন কার্ডের জেরক্স ও সেই সঙ্গে মাধ্যমিক মার্কশীট, মাধ্যমিক এডমিট কার্ড, উচ্চ মাধ্যমিক মার্কশীট ও আপনি যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলে গ্র্যাজুয়েশনের মার্কশীট এর জেরক্স করে জমা দিতে হবে। আপনি জমা দিতে পারেন আপনার নিকটবর্তী কোন বন্ধন ব্রাঞ্চের ব্যাংকিং ইউনিটে। এছাড়াও আপনি বন্ধন ব্যাংকের ডিভিশন অফিসে গিয়েও আপনার বায়ো ডাটা সহ সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে আসতে পারেন। আপনি পোষ্টের মাধ্যমে এই ডকুমেন্ট পাঠাতে পারবেন না, আপনাকে হাতে হাতেই গিয়ে ডকুমেন্ট দিয়ে আসতে হবে। বায়ো ডাটা মধ্যে আপনি অবশ্যই আপনার ফোন নাম্বার লিখবেন এবং জমা দেওয়ার কিছুদিন পরেই আপনার সেই ফোন নাম্বারে ফোন করা হবে ইন্টারভিউ এর জন্য। এখানে আপনাকে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না।

অনলাইনে আবেদন পদ্ধতি:

Step-1 অনলাইনে আবেদন করতে চান তাহলে "Bandhan bank Careers" লিখে গুগলে সার্চ করবেন। অথবা নিচে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করেও আপনি বন্ধন ব্যাংক এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন। 


Step-2 এরপর আপনাকে Proceed এ ক্লিক করতে হবে।

Step -3

 Proceed এ ক্লিক করার পরে আপনাকে Join us now বাটনে ক্লিক করতে হবে।

Step- 4 এরপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে। আপনার ইচ্ছা মতন পোস্ট টি সিলেক্ট করবেন ও আপনার নিজের শহরের নাম লিখে কনফার্ম করবেন।

  Step-5 

এরপর আপনার সামনে আরো একটি পেজ খুলবে সেখানে আপনি আপনার বায়ো ডাটা সহ সমস্ত তথ্য ফিলাপ করে সাবমিট সাবমিট করবেন। 


Step-6 

সবশেষে আপনার মোবাইল নাম্বার ও ইমেইল আইডি লিখে সাবমিট করবেন তাহলেই আপনার ফরম ফিলাপ করা হয়ে যাবে।

নিয়োগ পদ্ধতি: 

এখানে আপনাকে আপনার বায়োটা টার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।  খুব সুন্দর করে একটি বায়ো ডাটা বানাতে হবে। আপনার বায়ো ডাটা জমা দেওয়ার কিছুদিন পরে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। আপনি যদি ইন্টারভিউয়ে সিলেক্ট হন তাহলে আপনাকে সরাসরি ট্রেনিংয়ের জন্য ডাকা হবে। আপনি ট্রেনিংয়ের চান্স পাওয়া মানে আপনার চাকরি হয়ে যাওয়া। ট্রেনিং করে আসার কিছুদিন পরেই আপনাকে সরাসরি জয়নিং এর জন্য ডাকা হবে। এখানে চাকরি পাওয়া খুবই সোজা এবং খুবই সিম্পল ভাবে আপনার নিয়োগ হয়ে যাবে।


বয়স:  18 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারেন।


আবেদন ফি :  আবেদন করতে আপনাকে কোন  টাকা দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনি  আবেদন করতে পারবেন ।



Tags

Top Post Ad

Below Post Ad

Ads Area