মাধ্যমিক পাশের গ্রুপ সি পদে BSF কর্মী নিয়োগ | 10th pass group-C BSF recruitment ২০২১। শুধু মাত্র মাধ্যমিক পাশ করে থাকলে আপনি পেয়ে যাবেন বি এস এফ চাকরি।
আপনি যদি দেশের হয়ে কাজ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে চাকরি পাওয়ার বিরাট বড় সুযোগ। মাধ্যমিক পাশে গ্রূপ সি পদে BSF এ কর্মী নিয়োগ করবে ডিরেকটরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্সের (Directorate General Border Security Force) ।
নিচে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনি চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।
পদের নাম : যে পদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
এএসআই (ASI): ১টি পদ
এইচসি (HC): ৬টি পদ
কনস্টেবল/constable: ৬৫টি পদ
শূন্যপদ: মোট 72 টি শুন্য পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা :
মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স:
বয়স অবশ্যই 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।
আবেদনের শেষ তারিখ :
বিজ্ঞপ্তি প্রকাশের 45 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে।
আবেদন পদ্ধতি :
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
OFFICIAL WEBSITE: CLICK HERE
Apply Now: CLICK HERE
