Ads Area

West Bengal Government Recruitment 2021 | Postal Circle Jobs 2021| পশ্চিমবঙ্গের পোস্টাল (Post Office ) সার্কেল এর গ্রুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে

 পশ্চিমবঙ্গের পোস্টাল (Post Office ) সার্কেল এর গ্রুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করলে আপনি এই চাকরির জন্য যোগ্য। আপনি যদি পোস্ট অফিসে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে , এই তথ্য গুলো দেওয়া হল ।




নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া হল:

কোন পদে চাকরির নিয়োগ করা হবে :-

আপনি যদি এখানে নির্বাচিত হন তাহলে,

আপনাকে পোস্ট অফিসে বা সেভিং কন্ট্রোল অরগানাইজেশন সার্কেল অফিসে নিয়োগ করা হবে এবং রিজিওনাল অফিসে নিয়োগ করা হবে বলে জানান।

Sorting Assistant পদে রেলওয়ে মেইল সার্ভিস নিয়োগ করা হবে এবং পোস্টম্যান নিয়োগ করা হবে পোস্ট অফিসে।


আবেদনের শেষ তারিখ:

 জারি করা হয়েছে 15 নভেম্বর এবং আবেদন চলবে 24 ডিসেম্বর পর্যন্ত।

পশ্চিমবঙ্গের যেসব জেলায় নিয়োগ করা হবে:- 

এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় নিয়োগ করা হবে তার ব্যাপারে একটি সংক্ষিপ্ত ধারণা ।

বেতন দেওয়া হবে:

Postal Assistant/ Sorting Assistant: পেলে 4 অনুযায়ী  এখানে 25,500/- টাকা থেকে 81,100/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।


Postman:

 পেয়ে level 3 অনুযায়ী  এখানে 21,700/- টাকা থেকে 69,100/- টাকা  বেতন দেওয়া হবে.

বয়স:  

আপনার বয়স অবশ্যই 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। 

আপনি যদি OBC ক্যান্ডিডেট হন তাহলে আপনাকে 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। আপনি যদি SC ক্যান্ডিডেট হন তাহলে আপনাকে 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে এবং আপনি যদি রিটায়ারমেন্ট অফিসার হন তাহলে আপনাকে 40 বছর বয়সে ছাড় দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা :

 এখানে চাকরি করতে চান সবক্ষেত্রেই আপনাকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে কমপক্ষে 60 দিনের কম্পিউটার কোর্স জানা থাকতে হবে।


নিয়োগ পদ্ধতি: 

এখানে পদের জন্য কোন রকম পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র আপনার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য দেখে আপনাকে নিয়োগ করা। 

এছাড়া চাকরি সম্বন্ধীয় আরও বিস্তারিত তথ্য জানতে নীচে অফিশিয়াল ওয়েবসাইট ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিবেন।

Website : Click Here

Official Notification : Download Now



Top Post Ad

Below Post Ad

Ads Area