পশ্চিমবঙ্গের জেলায় আশা কর্মী পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল।
মাধ্যমিক পাশ যোগ্যতায় শুধুমাত্র মহিলারাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। হুগলি জেলার চারটে মহকুমার বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগ করা হবে। আগামী দিনে রাজ্যের অন্যান্য জেলা গুলিতেও আশা কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন।
Hooghly District Asha Karmi Recruitment 2021
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ 20 এবং 21 নভেম্বর তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদন : অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ
আশা কর্মী (Asha Karmi)
বয়সসীমাঃ
জেনারেল দের জন্যে বয়স 30-40 বছরের মধ্যে হতে হবে। তপশিলী জাতি, তপশিলী উপজাতি প্রার্থীদের বয়স হতে হবে 22-40 বছরের মধ্যে। বয়সের হিসেব করা হবে 01.01.2021 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতাঃ
মাধ্যমিক পাশ হলেই আশা কর্মী পদের জন্য আবেদন করা যাবে।
বিশেষ যোগ্যতাঃ
শুধুমাত্র বিবাহিত অথবা বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্না মহিলারাই এই আশা কর্মীর চাকরির জন্য আবেদন করতে পারবেন।
হুগলি জেলার যেসমস্ত মহকুমায় নিয়োগ করা হবেঃ
হুগলি জেলার চারটে মহকুমায় আশা কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হল-
(1) আরামবাগ
(2) চন্দননগর
(3) শ্রীরামপুর
(4) সদর
শুন্যপদঃ
মোট শুন্যপদ রয়েছে 164 টি
মহকুমা ভিত্তিক শুন্যপদঃ
(1) আরামবাগ- 34
(2) চন্দননগর- 35
(3) শ্রীরামপুর- 44
4) সদর- 51
নিয়োগ প্রক্রিয়াঃ
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের তারিখ এবং স্থান আবেদনকারীকে চিঠির মাধ্যমে জানানো হবে।
আবেদন প্রক্রিয়াঃ
প্রতিটি মহকুমার ব্লকে আশা কর্মী নিয়োগের জন্য আলাদা আলাদা নোটিশ প্রকাশিত হয়েছে। ঐ নোটিশগুলির প্রত্যেকটিতেই আবেদন করার ফর্ম দেওয়া রয়েছে। প্রথমে ঐ নোটিশ ডাউনলোড করে শেষের পেজ থেকে আবেদন করার ফর্মটি প্রিন্ট করে ফিল আপ করতে হবে। তারপর ফর্মের সাথে শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন ডকুমেন্টের জেরক্স লাগিয়ে দিতে হবে। এরপর আবেদনপত্রটি খামে ভরে নির্দিষ্ট ব্লক অফিসে জমা করতে হবে।
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট জমা দিতে হবেঃ
(1) আবেদনকারীর স্বাক্ষর সহ দুই কপি পাসপোর্ট সাইজের ছরি।
(2) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম প্রমানপত্র
(3) ভোটার কার্ড অথবা রেশন কার্ড
(4) জাতিগত প্রমানপত্র (ST, SC দের ক্ষেত্রে)
5) মাধ্যমিক পরীক্ষার মার্কশীট ।
আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমাঃ
22.11.2021 থেকে 13.12.2021 তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদন করার ফর্ম এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি
▶️ আরামবাগ মহকুমা- Download
▶️ চন্দননগর মহকুমা- Download
▶️ শ্রীরামপুর মহকুমা- Download
▶️ সদর মহকুমা- Download
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে পড়ে বুঝে তারপর আবেদন করবেন।