রাজ্যে সাব ডিভিশনাল অফিসে প্রচুর পার্থী নিয়োগ | West Bengal Government Jobs Vacancy 2021 | West Bengal Government Recruitment 2021 | WB New Jobs
পশ্চিমবঙ্গ সরকার বর্ধমান জেলার সাব ডিভিশনাল অফিসে Data entry Operator পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছয় মাসের চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। বিভিন্ন জেলার sub-divisional অফিসে প্রার্থী নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করা যাবে ।
পদের নাম- ডাটা এন্ট্রি অঅপারেটর
শূন্যপদ- ৪ টি।
বয়স- 01/01/2021 Date হিসাবে - ১৮ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে ।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন শাখায় স্নাতক। কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক কোর্সের উপর সার্টিফিকেট থাকতে হবে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজ করার অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন.
বেতন- প্রতিমাসে ১৩,০০০ টাকা।
কোন অফিসে প্রার্থী নিয়োগ- Office of the D.C (Purba Bardhaman), Office of the S.C (Burdwan Sadar), Inspectorate office (Burdwan Municipality), Inspectorate office (Guskara Municipality).
আবেদন পদ্ধতি-
অফলাইনে এর মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। শনিবার, রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন ছাড়া বাকি সমস্ত দিনগুলোতে প্রার্থীরা ড্রপবক্সে আবেদনপত্র জমা দিতে পারবেন।
আবেদনপত্র যেখানে পাঠাতে হবে তার ঠিকানা- Office of the Sub Divisional Officer, Sadar North, Purba Bardhaman .
আবেদনপত্রের সঙ্গে যা যা ডকুমেন্টস লাগবে-
১) মাধ্যমিকের এডমিট কার্ড।
২) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
৩) গ্রাজুয়েশনের সার্টিফিকেট অথবা মার্কশিট।
৪) কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট।
৫) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
নির্বাচন পদ্ধতি-
কম্পিউটার দ্বারা টেস্ট এবং ইন্টারভিউর করে নির্বাচিত হবে।
শেষ তারিখ- ১৬/১১/২০২১ বিকেল ৫.৩০
