Ads Area

CISF Recruitment 2022: HS পাশেই শতাধিক কর্মী নিয়োগ করছে CISF; বেতন ৮১,১০০ টাকা,

 CISF Recruitment 2022:

আবারও চাকরির পার্থিদের জন্য দারুন খবর ।

আগামী বছর ২০২২ আপনি পেতে পারেন, শুধু মাত্র  উচ্চমাধ্যমিক পাশ হলেই মোটা বেতনের সরকারি চাকরির সুযোগ রয়েছে ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন বিভাগের সঙ্গে যুক্ত তরুণ, তরুণীদের কাছে। 


 কারণ, খেলোয়াড় কোটায় ২৪৯ জনকে নিয়োগ করতে চলেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)।

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)। যে ক্রীড়াবিভাগগুলি থেকে আপনাকে নিয়োগ করা হবে সেগুলি হল-

 ফুটবল, হকি, কব্বাডি, জিমনাস্টিক, সুইমিং, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, ভলিবল, বক্সিং, জুডো, ওয়েট লিফটিং, রেসলিং, তায়কন্ডো, শুটিং এবং হ্যান্ড বল।

CISF Recruitment 2022:

শিক্ষাগত যোগ্যতা :- আপনি যদি এই চাকরির আবেদন করতে চান তাহলে , ইচ্ছুক প্রার্থীদের উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য কোনও বোর্ডের পরীক্ষায় পাশ হতে হবে। 

এর সঙ্গেই রাজ্য অথবা জাতীয় অথবা আন্তর্জাতিক গেমস, স্পোর্টস ও অ্যাথেলটিক্সে প্রতিনিধিত্ব করে পদক প্রাপ্ত হতে হবে।

মহিলা ও পুরুষ প্রার্থীদের ওজন তাঁদের বয়স এবং উচ্চতার সঙ্গে মানানসই হওয়া চাই। শারীরিক মাপজোক সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আপনি সরাসরি এই  https://cisfrectt.in ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তির বিবরণ থেকে আরও বিস্তারিত জানতে পারবেন ।

প্রার্থীদের বয়স : -  

আপনি যদি এই চাকরি আবেদন করতে চান তাহলে আপনার বয়স ১ অগাস্ট, ২০২১ তারিখের হিসেবে প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।

 বেতন : হেড কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে নিযুক্তদের মাসিক বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা। এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাও মিলবে বলে জানিয়েছেন।

নিয়োগ প্রকীয়া : - 

এই চাকরির জন্য আবেদন ও প্রার্থীদের ক্রীড়াক্ষেত্রে উৎকর্ষের ভিত্তিতে প্রাথমিক ভাবে বাছাই করা প্রার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

 প্রাথমিক বাছাইয়ের থেকে নথিপত্র যাচাই, ট্রায়াল টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং দক্ষতার পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্বের প্রার্থী বাছাই করা হবে। শেষে প্রার্থীদের ডাক্তারি পরীক্ষা করা হবে।

আবেদনের ফি :- 

এই চাকরির জন্য আবেদন ফি বাবদ প্রার্থীদের ১০০ টাকা দিতে হবে। এই টাকা পাঠাতে হবে পোস্টাল অর্ডার অথবা স্টেট ব্যাঙ্কের ডিমান্ড সহ সংশ্লিষ্ট ঠিকানায়। 

আবেদনপত্র পাঠানোর বয়ান, ঠিকানা পেয়ে যাবেন এই  https://cisfrectt.in ওয়েবসাইটে .

আবেদন শেষ তারিখ : 

এই চাকরির জন্য আদেবনপত্র পৌঁছনো চাই ৩১ মার্চ, ২০২২-এর বিকেল ৫টার মধ্যে।

 তবে উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে দরখাস্ত পৌঁছনোর শেষ তারিখ ৭ এপ্রিল, ২০২২-এর বিকেল ৫টা। 

এই চাকরির সংক্রান্ত আরও তথ্য জানতে  CISF-এর অফিসিয়াল ওয়েবসাইটে অথবা পিডিএফে ডাউনলোড করে আগে ভালো ভাবে পড়ে ,তার পর আবেদন করবেন । অফিসিয়াল ওয়েবসাইট যাওয়ার লিংক 

 👉    https://cisfrectt.in







Top Post Ad

Below Post Ad

Ads Area