মালগাড়ির গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল দক্ষিণ-পূর্ব রেল। Railway Recruitment For Guard .
মোট ৫২০ টি পদে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। তবে শুধুমাত্র যাঁরা দক্ষিণ-পূর্ব রেলে কাজ করছেন, তাঁদের সামনেই শুধুমাত্র আবেদনের সুযোগ আছে। এই চাকরির সমস্ত রকম তথ্য নিচে আলোচনা করা হলো।
কোন কোন পদে নিয়োগ হবে :
১) শূন্যপদের নাম: মালগাড়ির গার্ড।
২) বেতন: ২,৮০০ টাকার গ্রেড পে-সহ মাসিক ৫,২০০-২০,২০০ টাকা। সপ্তম বেতন কমিশনের লেভেল ৫ অনুসারে বেতন দেওয়া হবে।
পদের সংখ্যা:
অংসরক্ষিত পদের সংখ্যা ২৭৭।
তফসিলি জাতির জন্য সংরক্ষিত পদের সংখ্যা ১২৬। তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত পদের সংখ্যা ৩০। অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য সংরক্ষিত পদের সংখ্যা ৮৭।
মোট পদের সংখ্যা ৫২০।
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা:
জেনারেল প্রার্থীরা ৪২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তফলিসি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমা ৪৭।
ওবিসি প্রার্থীদের বয়সের সর্বোচ্চসীমায় তিন বছরের ছাড় পাবেন। যে প্রার্থীরা ২০০৪ সালের ১ এপ্রিলের পরে জন্মগ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন না।
কোথায় আবেদন করতে হবে:
আবেদন অনলাইনের মাধ্যমে হবে ।
প্রার্থীদের কে www.rrcser.com-তে গিয়ে আবেদন করতে হবে। শেষ মুহূর্তের হুড়োহুড়ি এড়ানোর জন্য আগেভাগেই অনলাইনে আবেদনের পরামর্শ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
আবেদনের শেষ তারিখ :
গত ২৪ নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে। চলবে আগামী ২৩ ডিসেম্বর রাত ১১ টা ৪৫ মিনিট পর্যন্ত।
আবেদনের লিংক : এখানে ক্লিক করুন