চাকরির সংক্ষিপ্ত বিবরণ : পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একের পর এক বিরাট সুখবর। এবার রাজ্যের এক জেলার প্রত্যেক BDO অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার রুপশ্রী প্রকল্পে প্রচুর সংখ্যক গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, এই শূন্যপদ গুলি জেলার বিভিন্ন ব্লক অফিসে নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। অফিসিয়াল নোটিশে উল্লেখ রয়েছে এই শূন্যপদগুলি Data Entry Operator ও Accountant এই পদে নিয়োগ করা হবে। জেলার রুপশ্রী প্রকল্পে নানা রকম হিসাব ও ডাটা এন্ট্রির কাজে নিযুক্ত করা হবে। আগ্রহী প্রার্থীরা শেষ অবধি পড়বেন নিচে শূন্য পদ ও তার সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হল -
শূন্যপদের নাম - গ্রুপ সি -Data Entry operator ও Accountant
নিচে শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হল -
1. একাউন্টেন্ট - Accountant
মোট শূন্যপদ: এই চাকরির জন্য 3 টি (UR-1,ST-1,ST-1)
Education Qualification : কমার্সে গ্রেজুয়েট পাশ করতে হবে। এছাড়াও কম্পিউটার নলেজ থাকতে হবে। MS Word ও MS এর যাবতীয় কাজ জানতে হবে। এছাড়াও কম্পিউটার এর আরও যাবতীয় কাজ জানতে হবে।
এর পাশাপাশি একই ফিল্ডে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে, সরকারি কিংবা বেসরকারি সেক্টর।
বয়স: আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছর। এছাড়াও রিটায়ার্ড কর্মীচারিদের জন্য 64 বছর পর্যন্ত বয়সের ছাড় থাকবে। এর পাশাপাশি রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
মাসিক সাম্মানিক : মাসিক বেতন হিসেবে 15000/- টাকা
2. ডাটা এন্ট্রি অপারেটর - Data Entry Operator
মোট শূন্যপদ :এই চাকরির জন্য 16 টি
Education Qualification : প্রার্থীকে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ করতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। MS এর যাবতীয় কাজ সহ টাইপিং স্পিড ভালো হতে হবে।
এছাড়াও সরকারি কিংবা বেসরকারি সেক্টরে 1 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।
বয়স : আবেদনকারীর বয়স হতে হবে সর্বাধিক 40 বছর এবং রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে.
মাসিক সাম্মানিক : মাসিক সাম্মানিক হিসাবে 11000/- টাকা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। নিচে আবেদন করার লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আবেদন করতে পারবে।।
আবেদন করার সময় কী কী ডকুমেন্টস কাছে রাখতে হবে?
1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3.পাসপোর্ট সাইজের ছবি
4. কাস্ট সার্টিফিকেট
৫. নিজের পূর্ণ সই
উপরে উল্লেখিত সমস্ত কিছুর স্ক্যান কপি আপলোড করতে হবে এবং সঙ্গে ফর্ম পূরণ করতে হবে।
আবেদনের তারিখ সমূহ :
আবেদন শুরু হবে 04/01/2022 জানুয়ারি থেকে। যদি অফিসিয়াল ওয়েবসাইট এখন আপডেট দেওয়া না হয় তাহলে 4 তারিখের পর অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করবেন।আরও বিস্তারিত জানতে নিচে উল্লেখিত লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ও অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করবেন।
Official Website + Online Apply : Click Here
Official Notification : Click Here
