Ads Area

রাজ্যে প্ল্যান্টে প্রচুর গ্রূপ -C নিয়োগ, ১৩ হাজার টাকা মাসিক বেতন | west Bengal government Recrutiment 2022

 চাকরির সংক্ষিপ্ত বিবরণ : রাজ্যের সিঙ্কোনা এবং অন্যান্য মেডিসিনাল প্ল্যান্টে গ্রুপ-C কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। প্রথমেই জানিয়ে রাখছি, দার্জিলিং জেলায় গ্রুপ-সি ডাটা এনট্রি অপারেটর পদে এই নিয়োগটি করা হবে। আজকের এই চাকরির নিয়োগের বিভিন্ন বিষয়, যেমন-শিক্ষাগত যোগ্যতা, শুন্যপদের সংখ্যা, মাসিক বেতন ইত্যাদি জেনে নিন।  


পদের নামঃ ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator- DEO)

বেতনঃ এই চাকরির জন্য প্রতি মাসে ১৩ হাজার টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 – 40 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ এই চাকরির জন্য আপনাকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে। 

শুন্যপদঃ 2 টি 

চাকরির ধরনঃ এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরিতে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি :

প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। 

 অফিসিয়াল নোটিশের চার নম্বর পেজে আবেদন করার ফর্মটি দেওয়া আছে, ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে।   

প্রিন্ট করা ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে। 

 পূরণ করা হলে ফর্মের সাথে দরকারি ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে।

 তারপর আবেদনপত্রটি একটি খামে ভরতে হবে। 


আবেদনপত্রের ঐ খামটি নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। 


আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ

(1) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশীট 

(2) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট 

(3) আঁধার কার্ড/ভোটার কার্ড/পাসপোর্ট 

(4) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) 

(5) অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে) 

আবেদন ফিঃ আবেদন করার জন্য কোনো টাকা লাগবে না। 

Director, Directorate of Cinchona and Other Medicine Plants, West Bengal, P.O-Mungpoo, District-Darjeeling- Darjeeling- 734313. 

আবেদন ফিঃ  আবেদন করার জন্য কোনো টাকা লাগবে না। 

আবেদনের শেষ তারিখঃ  12 ফেব্রুয়ারি 2022

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

এই চাকরির সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটি ডাউনলোড করুন



Top Post Ad

Below Post Ad

Ads Area