Ads Area

রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে,uttardinajpur.gov.in, WB Govt Recruitment 2022

 রাজ্যের সংখ্যালঘু দপ্তরে গ্রূপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় এই পদে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে। কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।

পদের নাম- রিকোভারি এজেন্ট।

শূন্যপদের সংখ্যা- 2 টি। গোয়ালপুকুর- 1 ব্লক 1 টি শূন্যপদ ও ইসলামপুর ব্লক ও ইসলামপুর মিউনিসিপালিটি 1 টি শূন্যপদ।

বয়স- 1/1/2022 অনুযায়ী প্রার্থীর বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সাথে কম্পিউটার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে তবেই এই পদের জন্য আবেদন যোগ্য.

আবেদন পদ্ধতি- প্রার্থীদের আবেদনপত্রটি ডাউনলোড করে প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট জায়গায় উপস্থিত হতে হবে।

আবশ্যিক যোগ্যতা- আবেদনকারীকে সংখ্যালঘু শ্রেণীভুক্ত হতে হবে (যেমন- মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ, পার্সি, শিখ, জৈন)। এবং আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

ইন্টারভিউ এর তারিখ- 13/1/2022

ইন্টারভিউয়ের স্থান- Amber DD- 27/E Salt Lake, sector-1 Kol- 65.

নির্বাচন পদ্ধতি- প্রার্থীদের ইন্টারভিউ এর যোগ্যতা দেখেই নিয়োগ করা হবে।


Application form: Download Now

Official Website: Click Here




Top Post Ad

Below Post Ad

Ads Area