Ads Area

পশ্চিমবঙ্গে ICDS সুপারভাইজার পদে কর্মী নিয়োগ | WB ICDS Supervisor Recruitment 2022, West Bengal Jobs

 WB ICDS Supervisor Recruitment 2022

ICDS এর সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কর্মী নিয়োগ করা হবে স্পোর্টস কটায়। আইসিডিএস সুপারভাইজার পদে শুধুমাত্র মহিলা চাকরি প্রার্থীর আবেদন করতে পারবেন। আপনি যদি আইসিডিএস এর চাকরি করতে চান তাহলে এই খবরটি অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন কারণ এখানে আইসিডিএস এর চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও সবশেষে অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে যেটা পড়ে আপনারা বিস্তারিত জেনে যেতে পারবেন। 


 WB ICDS Supervisor Recruitment 2022 : পদের নাম: ICDS সুপারভাইজার


শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাকে যে কোন শাখায় গ্রাজুয়েশন পাস হতে হবে।

WB ICDS Supervisor Recruitment 2022

আবেদন পদ্ধতি: এখানে আপনাকে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদনপত্রটি পূরণ করে তার সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট সহ অন্যান্য ডকুমেন্ট সংযুক্ত করে সেটি একটি খামে ভরে পোস্ট অফিসের মাধ্যমে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা নিচের দেওয়া লিঙ্ক থেকে আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আপনাকে নিচের দেওয়া এই ঠিকানায় আবেদনপত্রটি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে -
Seulipur Udayan Club,Vill- Seulipur,PO-Paschimbar, Via- Sabang, Sub-Division- Egra,PS- Bhagwanpur 1,District - Purba Medinipur, West Bengal, 721144. 

আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট জমা করবেন: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদনপত্রের সঙ্গে নিচের দেওয়া ডকুমেন্টগুলো জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে-

1. প্রথমে আপনাকে আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।

3. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড।

3. আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।

4. কাস্ট সার্টইফিকেট (যদি থাকে)।

5. আধার কার্ড বা ভোটার কার্ড।

পশ্চিমবঙ্গের যেসব জায়গা থেকে আবেদন করতে পারবেন: পশ্চিমবঙ্গের যেসব জায়গার বাসিন্দা হলে আপনি এখানে আবেদন করার সুযোগ পাবেন সেই সব জায়গা গুলি হল - পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাকুড়া ও পুরুলিয়া প্রভৃতি জেলা থেকে আবেদন করতে পারবে। 

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে 1 ফেব্রুয়ারি 2022 তারিখ থেকে এবং আবেদন চলবে 15 ই ফেব্রুয়ারি 2022 তারিখ পর্যন্ত।

আপনি যদি এখানে আবেদন করতে আগ্রহী হন তাহলে আপনি এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন নিচের দেওয়া নাম্বারে কল করে।

Mobile No. -9434943120


আপনি চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করলেই পেয়ে যাবেন এবং অফিশিয়াল নোটিফিকেশন এর মধ্যে আবেদনের ফরম টি পেয়ে যাবেন।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

Top Post Ad

Below Post Ad

Ads Area