চাকরির সংক্ষিপ্ত বিবরণ : রাজ্যের শ্রম দপ্তরের তরফ থেকে চাকরিতে নিয়োগের অফিসিয়াল নোটিশ (বিজ্ঞপ্তি) জারি করা হয়েছে। প্রথমেই জানিয়ে রাখি, এই চাকরির জন্য বিশেষ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তাই সকলেই আবেদন করতে পারবে না।
লিখিত কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তাই কোন পদে নিয়োগ করা হবে, যোগ্যতা কি লাগবে, শুন্যপদ কয়টি আছে, ইন্টারভিউ কবে ও কোথায় হবে জেনে নিন।
West Bengal Labour Department Recruitment 2022
নোটিশ নম্বরঃ DESI-41014/26/2021-MOSD(DESI)-DESI
পদের নামঃ ক্রিটিকাল কেয়ার টেকনিশিয়ান (Critical Care Technician)
বেতনঃ এই চাকরির জন্য প্রতি মাসে ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ এই চাকরির জন্য 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 39 বছরের কম থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই চাকরির জন্য ক্রিটিকাল কেয়ার টেকনোলজিতে ডিপ্লোমা করা থাকতে হবে।
শুন্যপদঃ 40 টি
নিয়োগ প্রক্রিয়াঃ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না।
ইন্টারভিউয়ের তারিখঃ 13 জানুয়ারি 2022
ইন্টারভিউয়ের স্থানঃ Directorate of ESI (MB) Scheme, WB. Wing B, Plot VI, GB-Block, Sector-III, Salt Lake, Kolkata- 97.
ইন্টারভিউয়ের সময়ঃ 11.30 AM থেকে 1.30 PM পর্যন্ত ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া চলবে।
আবেদন প্রক্রিয়াঃ
এক্ষেত্রে আলাদা করে আগে থেকে আবেদন করার কোনো দরকার নেই। ইন্টারভিউয়ের দিন একটি ফর্ম ফিল আপ করে এবং দরকারি কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (www.esiwb.gov.in) থেকে ঐ ফর্মটি ডাউনলোড করতে হবে।
ফর্মটি ডাউনলোড করে A4 পেজে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা হলে ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে এবং ডকুমেন্টের জেরক্স জুড়ে দিয়ে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে।
| গুরুত্বপূর্ণ লিংক |
