Ads Area

West Bengal Group D Recruitment 2022 Fab.| রাজ্যে গ্রুপ-D পদে চাকরি, ডেভেলপমেন্ট অথোরিটিতে নিয়োগ

West Bengal Group D Recruitment

চাকরির সংক্ষিপ্ত বিবরণ : 

 রাজ্যের একটি জেলায় গ্রুপ-D পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে গাজোলডবা ডেভেলপমেন্ট অথোরিটিতে। আর বেশি কথা না বাড়িয়ে এইবার আমরা জানবো- এই পদের জন্য কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদ কয়টি আছে এবং সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পর্কে। 

 

নোটিশ নম্বরঃ  17/ DEV- GDA- EMPLOYMENT/ 2022

নোটিশ প্রকাশের তারিখঃ  এই নোটিশ টি প্রকাশিত হয়েছে 18.01.2022

পদের নামঃ  গ্রূপ -D (Group-D)

বয়সসীমাঃ  01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতাঃ  এই চাকরির জন্য আপনাকে নূন্যতম অষ্টম শ্রেনি পাশ করা থাকলেই আবেদন করা যাবে। 

West Bengal Group D Recruitment

শুন্যপদঃ  1 টি 

নিয়োগ প্রক্রিয়াঃ  এই চাকরির জন্য  লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তারপর উক্ত পদের কাজে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের এবং ইন্টারভিউ নেওয়া হবে 10 নম্বরের। 

আবেদন প্রক্রিয়াঃ

নিচের স্টেপগুলি অনুসরন করে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে- 

Step-1 নিচের লিংকে ক্লিক অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে।

Step-2 নোটিশ এর একেবারে শেষের পেজ থেকে আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। 

Step-3 সঠিকভাবে আবেদন করার ফর্মটি ফিল আপ করতে হবে।

Step-4 ফর্মের সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স গেথে দিতে হবে।

Step-5 তারপর সেগুলিকে একটি খামে ভরতে হবে। 

Step-6 একেবারে শেষে ঐ আবেদনপত্রের খামটি নিচের ঠিকানায় পাঠিয়ে দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ  এই চাকরির জন্য সমস্ত ডকুমেন্ট একটি পোস্ট খামে করে নিচের এই ঠিকানায় পোস্ট করতে হবে -

Executive Officer & Member Secretary, Gazoldola Development Authority & Sub-Divisional Officer, Mal, Jalpaiguri, P.O-Mal, Dist-Jalpaiguri, Pin- 735221. 

 West Bengal Group D Recruitment

গুরুত্বপূর্ণ তারিখ

নোটিশ প্রকাশ  -     18.01.2022

আবেদন শুরু  - 18.01.2022

আবেদন শেষ - 19.02.2022

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download 

Top Post Ad

Below Post Ad

Ads Area