রাজ্যে Milk Producers ইউনিয়নে কর্মী নিয়োগ | ১৬ হাজার টাকা মাসিক বেতন
রাজ্যের দুগ্ধ উৎপাদন ইউনিয়ন লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ‘Bardhaman Co-Operative Milk Producers’ Union Limited’। ভারতীয় নাগরিক হলেই পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই আবেদন করা যাবে।
এক্ষেত্রে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। এই চাকরির নিয়োগের বাকী বিষয় গুলি নিচে এক এক জানানো হয়েছে
নিয়োগের বিস্তারিত তথ্য (Post Details)
(1) পদের নাম- অ্যাকাউন্ট্যান্ট
বেতন- এই চাকরির জন্য প্রতি মাসে ১৬ হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- অ্যাকাউন্টেন্সি, কম্পিউটার- ( excel, MS word, Tally and-e-payment, e-governance, Legal matters) সহ B.Com ডিগ্রি করা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(2) পদের নাম- ডেয়ারি টেকনোলজিস্ট
বেতন- এই চাকরির জন্য প্রতি মাসে ১৬ হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে ডেয়ারি টেকনোলজি বিষয়ে B.Tech করা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(3) পদের নাম- অপারেটর
বেতন- এই চাকরির জন্য প্রতি মাসে ৮ হাজার টাকা
বয়স- আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং/ ডেয়ারি ট্রেডে দুই বছরের ITI কোর্স করা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
নিয়োগ প্রক্রিয়াঃ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখঃ 29 মার্চ 2022
ইন্টারভিউয়ের সময়ঃ সকাল 11.30
ইন্টারভিউয়ের স্থানঃ “Minority hall” of Minority Bhavan, Court Compound, Burdwan
আবেদন প্রক্রিয়াঃ
অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিশের ৩ নম্বর পেজে আবেদন করার জন্য একটি ফর্ম দেওয়া রয়েছে। ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। তারপর আবেদনকারীকে সঠিকভাবে ফর্মটি ফিল আপ করতে হবে।
ফর্মের সাথে দরকারি নথিপত্রের জেরক্স জুড়ে দিয়ে সেগুলিকে একসঙ্গে নিয়ে একটি PDF বানাতে হবে। তারপর ঐ PDF ফাইলটিকে নিচের দেওয়া ইমেলে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্রের PDF পাঠানোর ইমেলঃ bardhamanmilk@yahoo.com
আবেদন ফিঃ আবেদন করতে টাকা লাগবে না।
আবেদন করার শেষ তারিখঃ 25 মার্চ 2022.
Official Notification : Click Here
👉Mid-Day-Meal প্রকল্পে Supervisor পদে সরাসরি ইন্টারভিউ দিয়েই চাকরি সুযোগ | WB Govt Recruitment


.jpeg)
.jpeg)