Ads Area

WB Health Reqruitment 2022 | সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে | Apply Online Now

 WB Health Reqruitment 2022

পদের নাম: এই চাকরির বিভিন্ন যোগ্যতা বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ করা হবে। যেসব কর্মী এখানে নিয়োগ করা হবে সেগুলি হল-


1. স্টাফ নার্স-2


2. মেডিকেল অফিসার -3


3.জিডিএমও -9


4. স্পেশালিষ্ট(O&G) -2


5. স্পেশালিষ্ট (Pediatrician) -2


6. জিএনএম (NRC)-1


7.মেডিকেল অফিসার (আর্ট- সাব ডিভিশন)-1


8.সিনিয়র মেডিকেল অফিসার(আর্ট -সাব ডিভিশন -1


9.সাইকোলজিস্ট -1


10.জিএনএম (থালাসেমিয়া)-2


11. মেডিকেল অফিসার (থালাসেমিয়া)-1


শিক্ষাগত যোগ্যতা: এই চাকরির জন্য প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এই  চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে সাধারণতঃ গ্রেজুয়েট, পোস্ট গ্রেজুয়েট, জিএনএম, এমবিবিএস,এমডি,সাইকোলজিস্ট ও নার্সিং বা অন্যান্য যোগ্যতা থাকতে হবে।


আবেদন পদ্ধতি: এই চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে আগে থেকে কোনরকম আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ ইন্টারভিউ স্থানে পৌঁছে গিয়ে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাবেন।


ইন্টারভিউ দিনে যে সব ডকুমেন্ট নিয়ে যাবেন:


মাধ্যমিকের এডমিট কার্ড


সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট


আধার কার্ড অথবা ভোটার কার্ড


পাসপোর্ট সাইজের ফটোকপি


কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)


অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)


কিভাবে নিয়োগ হবে  : এখানে পার্সোনালিটি টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে। এছাড়া এখানে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না।


ইন্টারভিউ স্থান: যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের ইন্টারভিউ দেওয়ার জন্য নিচের দেওয়া ঠিকানায় ইন্টারভিউ তারিখে পৌঁছে যেতে হবে-

The Chief Medical Of Health, Uttar Dinajpur, Karnojora,Raiganj. 


ইন্টারভিউ এর তারিখ: 20-04-2022 তারিখে 11:45 থেকে এখানে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।


এছাড়াও চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনার নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করে ভালো করে জেনে নিতে পারবেন।


OFFICIAL NOTICE: CLICK HERE



OFFICIAL WEBSITE: CLICK HERE


Top Post Ad

Below Post Ad

Ads Area