Ads Area

ব্যাঙ্ক অফ বারোদা প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে | Bank of Baroda staffs recruitment 2021, Bank Recruitment, Bank Jobs 2021


 ব্যাংকের চাকরি করার সুযোগ দিচ্ছে ব্যাঙ্ক অফ বারোদা(BOB)। চাকরির বিরাট বড় সুযোগ । পশ্চিমবঙ্গ সহ ভারতের আরো অন্যান্য জায়গায় এই কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি পশ্চিমবঙ্গ তথা ভারতের যেকোনো জায়গার বাসিন্দা হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য অফিশিয়াল নোটিফিকেশন ও সরাসরি এপ্লাই লিংক নিচে দেওয়া আছে, বিস্তারিত জেনে নিন।



পদের নাম: 

 মোট দুটি পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে , যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

Sr. Relationship Manager(326 Vacancies)
e- Wealth Relationship Manager(50 Vacancies)

মোট শূন্যপদ: 

সব মিলিয়ে মোট 372 টি শুন্য পদ রয়েছে


শিক্ষাগত যোগ্যতা:

  অবশ্যই গ্রাজুয়েশন পাস ও পোস্ট গ্রাজুয়েশন পাস হতে হবে.

বয়স

জেনারেল প্রার্থীর বয়স 24 -35 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি SC/ST পার্থী হয়ে থাকেন তাহলে আপনি 5 বছর বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তবে তিন বছর বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি:

 আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে প্রথমেই আপনাকে ব্যাংক অফ বারোডার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে ।

 তারপর সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে এবং আপনার যাবতীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপর আপনাকে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। তারপর আপনাকে ফর্মটা সাবমিট করতে হবে এবং ফরমটি প্রিন্ট আউট করতে  হবে।


আবেদনের তারিখ:

 আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 19/11/2021 তারিখে এবং আবেদন শেষ তারিখ 9/12/2021 


আবেদন ফি :  আপনি জেনারেল প্রার্থী বা OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন মূল্য হিসেবে 600 টাকা দিতে হবে এবং আপনি যদি SC/ST/PWD প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন মূল্য হিসেবে 100 টাকা দিতে হবে.


 নিচে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক ও সরাসরি আবেদনের লিংক দেওয়া আছে।


OFFICIAL NOTICE PDF : CLICK HERE


APPLY Link : CLICK HERE

Tags

Top Post Ad

Below Post Ad

Ads Area