প্রাইমারি এবং প্রাইমারি ও হাই স্কুলে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। নিয়োগ করা হবে বিভিন্ন পাবলিক স্কুল গুলোতে। নিয়োগ করা হবে প্রাইমারি, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট শিক্ষক। এখানে বিভিন্ন বিষয়ে প্রচুর শিক্ষকের প্রয়োজন । আপনি যদি শিক্ষক হতে চান তাহলে নিচের বিস্তারিত তথ্য দেওয়া আছে সেগুলো ভালো করে দেখে নিন এবং অফিশিয়াল নোটিফিকেশন ও সরাসরি আবেদনের লিংক নিচে দেওয়া আছে সেখান থেকে আবেদন করতে পারবেন
পদের নাম:
প্রাইমারি, গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষক নিয়োগ।
প্রাইমারি টিচার:
যেসব বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-
ইংরেজি
হিন্দি
সায়েন্স
মিউজিক
শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে সঙ্গে আপনার d.el.ed ডিগ্রী থাকতে হবে।
বয়স:
বয়স অবশ্যই 40 বছর থেকে কম হতে হবে।
গ্রাজুয়েট টিচার(upper primary)
যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে: এখানে যেসব বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-
ইংরেজি
অংক
সংস্কৃতি
হিন্দি
ভূগোল
ফিজিক্যাল এডুকেশন
শিক্ষাগত যোগ্যতা :
আপনাকে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে সঙ্গে আপনার b.ed ডিগ্রী সার্টিফিকেট থাকতে হবে।
বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 40 বছর থেকে কম হতে হবে।
পোস্ট গ্রাজুয়েট শিক্ষক( হাই স্কুল শিক্ষক)
যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে: এখানে যেসব বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-
Mathematics ,
Computer Science ,
Economics ,
Sociology
শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েট হতে হবে সঙ্গে আপনার b.ed ডিগ্রী সার্টিফিকেট থাকতে হবে।
বয়স: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 40 বছর থেকে কম হতে হবে.
আবেদন পদ্ধতি:
প্রথমে আপনাকে 15 ডিসেম্বরের মধ্যে অনলাইনে ফরম ফিলাপ করতে হবে। অনলাইনে ফরম ফিলাপ করতে পারবেন এই ওয়েবসাইটে- www.dpsranchi.com। অনলাইনে ফরম ফিলাপ করার পরে আপনাকে সেটি প্রিন্ট আউট করে 24 ডিসেম্বরের মধ্যে আপনার যাবতীয় একাডেমিক যোগ্যতার মার্কস ও অন্যান্য ডকুমেন্টস সেল্ফ অ্যাটেস্টেড করে খামে ভরে নিচের ঠিকানায় জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
The Principle, Delhi Public School, SAIL Township, Dhurwa, Ranchi- 834004,
ফোন নাম্বার- 0651-2441176, 7673822221.
আবেদনের তারিখ:
15 ডিসেম্বর 2021 এর মধ্যে আপনাকে অনলাইনে ফরম ফিলাপ করতে হবে। 24 শে ডিসেম্বর 2021 এর মধ্যে
আপনাকে আবেদনপত্রটি পোস্ট অফিসের মাধ্যমে জমা করতে হবে।
OFFICIAL NOTICE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE
https://dpsranchi.com/erp/teacher_rec/instruction