Ads Area

পশ্চিমবঙ্গের হুগলি জেলায় CMOH অফিসে DEO কর্মী নিয়োগ হচ্ছে | WB CMOH Office Data Entry recruitmen 2021, Data Entry Operator Jobs 2021

  রাজ্যের একটি জেলায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এই ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগ করা হবে।  রাজ্যে বেশকিছু জেলায় ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগ করা।

  রাজ্যের আরেকটি জেলায়।  কোনো রকম লিখিত পরীক্ষার ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। সমস্ত জেলায় প্রচুর ডাটা এন্ট্রি অপারেটরের দরকার। এখানে আপনাকে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই আপনার চাকরি হয়ে যাবে। 

 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ডাটা এন্ট্রি পদে । আপনি যদি চাকরি করতে আগ্রহী হন তাহলে অবশ্যই নিচের চাকরি সম্বন্ধে বিস্তারিত আপডেট ও অফিশিয়াল নোটিশ এবং অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। যেখানে ক্লিক করে আপনারা সরাসরি অফিশিয়াল নোটিফিকেশন পড়ে তারপরে আবেদন করতে পারবেন।



পদের নাম

Coordinator & Data Entry Operator

শূন্যপদ:

  মোট 10 টি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:

Data Entry Operator:

 অবশ্যই স্নাতক পাস হতে হবে সঙ্গে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।

Coordinator:

 পোস্ট গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। আপনি যে কোন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন পাস হলেই এবং সঙ্গে যেকোনো জায়গা থেকে এক বছরের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে ।

http://wbhealth.gov.in/

নিয়োগ স্থান: 

আপনাকে নিয়োগ করা হবে হুগলি জেলায়।

আবেদন পদ্ধতি: 

আপনাকে আগে থেকে কোনরকম আবেদন করতে হবে না সরাসরি আপনি 27.11.2021 তারিখে ইন্টারভিউ স্থানে পৌঁছে গিয়ে ইন্টারভিউ দিতে পারেন।

ইন্টারভিয়ের স্থান: - 

The Chief Medical Officer of Health, Hooghly,

D.RS Campus, New Administrative Building

Barabazar, Chinsurah, Hooghly, 712101


বয়স:

 অবশ্যই 21 বছর থেকে 40 বছর বয়স হতে হবে। আপনি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় আছে।


বেতন:

Coordinator : 45,000/-

Data Entry Operator: 13560/-


  বিস্তারিত তথ্য ইন্টারভিউ স্থান ও যাবতীয় তথ্য আপনারা অফিশিয়াল নোটিফিকেশন থেকে জেনে নিতে পারবেন। নিচে অফিশিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিন।


OFFICIAL WEBSITE Link : CLICK HERE


Top Post Ad

Below Post Ad

Ads Area