Ads Area

রাজ্যের কলেজে গ্রূপ- ডি কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ পাবেন, West Bengal Group D Recruitment 2021

 রাজ্যের কলেজে গ্রূপ- ডি নন টিচিং স্টাফ পদে সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন লিখিত পরীক্ষা হবে না, সরাসরি  ইন্টারভিউ (Walk-in-interview) -এর মাধ্যমে চাকরির সুযোগ আছে। নিচে বিস্তারিত কর্মী সম্পর্কে আলোচনা করা হলো । West Bengal Group D Recruitment 2021



West Bengal Government College Non- Teaching Staff Recruitment 2021.

http://www.kamv.ac.in/

পদের নাম- পিওন।

মোট শূন্যপদ- 1 টি।

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণি পাশ।

বেতনক্রম- মূল বেতন 4,900/- টাকা থেকে 16,200/- টাকা।

পদের নাম- Lab Attendant (( geography)

শূন্যপদ- 1 টি।

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণি পাশ।

বেতন : 

-4,900/- টাকা থেকে 16,200/- টাকা। সঙ্গে গ্রেড পে 1,700/- টাকা।


পদের নাম: - Lab Attendant ( Chemistry)

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণি পাশ।

বেতনক্রম- মূল বেতন 4,900/- টাকা থেকে 16,200/- টাকা। সঙ্গে গ্রেড পে 1,700/- টাকা.

http://www.kamv.ac.in/

আবেদন পদ্ধতি-

 যে পদগুলিতে আবেদন করতে গেলে প্রার্থীকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে এবং সমস্ত নথিপত্র সঙ্গে করে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউয়ের দিন পৌঁছে যেতে  হবে। প্রার্থীকে আবেদন ফি বাবদ প্রার্থীকে 150/- টাকা ইন্টারভিউয় স্থলে জমা করতে  হবে।

ইন্টারভিউ -এর তারিখ: 5 ডিসেম্বর, 2021। ইন্টারভিউ শুরু হবে সকাল 10 টা থেকে।

ইন্টারভিউ  স্থান: 

 Bankura Sammilani College, Bankura, West Bengal.

নিয়োগের স্থানঃ

 নিয়োগ করা হবে খাতড়া আদিবাসী মহাবিদ্যালয় (Khatra Adibasi Mahavidyalaya)  সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

অফিসিয়াল ওয়েবসাইট যাওয়ার জন্য 

এখানে ক্লিক করুন 

http://www.kamv.ac.in/

Top Post Ad

Below Post Ad

Ads Area