আবারো রাজ্যের গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে । শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। রাজ্যের একটি জেলায় ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগ করা হবে । এখানে আপনাকে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই আপনার চাকরি হয়ে যাবে। নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মুখ্য স্বাস্থ্য অধিকরণে ডাটা এন্ট্রি পদে ও কো-অর্ডিনেটর পদে । অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে।
পদের নাম:
Coordinator & Data Entry Operator
শূন্যপদ: মোট 8 টি শূন্য পদ রয়েছে।
ইন্টারভিউ তারিখ:
আপনার ইন্টারভিউ নেওয়া হবে 6 ডিসেম্বর 2021 তারিখে।
ইন্টারভিউ স্থানে 11টার মধ্যে পৌঁছাতে হবে।
ইন্টারভিউর স্থান ও আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Office of the Chief Medical Officer of Health, District Health, and Family Welfare, Nadia, 5D.L Roy road, P.O- Krishnanagar, Dist- Nadia Pin- 741101.
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: আবেদন করতে হবে 30 নভেম্বরের ২০২১ এর মধ্যে।
আবেদন ফি :
আপনি যদি জেনারেল candidate's হয়ে থাকেন তাহলে আপনাকে 100 টাকা এবং আপনি যদি রিজাভ ক্যাটাগরির (sc/st/obc/ph) হয়ে থাকেন তাহলে আপনাকে 50 টাকা ব্যাংকের ড্রাফটের মাধ্যমে চালান জমা করতে হবে ।
Official Website Click Here
শিক্ষাগত যোগ্যতা:
Data Entry Operator: আপনাকে অবশ্যই স্নাতক পাস হতে হবে সঙ্গে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
Coordinator পদের জন্য :এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। আপনি যে কোন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন পাস হলেই ।
নিয়োগ স্থান: আপনাকে নিয়োগ করা হবে নদীয়া জেলার কৃষ্ণনগর।
Office of the Chief Medical Officer of Health, District Health, and Family Welfare, Nadia, 5D.L Roy road, P.O- Krishnanagar, Dist- Nadia Pin- 741101
আবেদন পদ্ধতি: এখানে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে
বয়স: আপনার বয়স 21 বছর থেকে 40 বছর বয়স হতে হবে। আপনি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন।
বেতন:
Coordinator : 45,000/-
Data Entry Operator: 13560/-
এছাড়াও চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত তথ্য ইন্টারভিউ স্থান ও যাবতীয় আপনারা অফিশিয়াল নোটিফিকেশন থেকে জেনে নিতে পারবেন। নিচে অফিশিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে।
Official website Click Here