Ads Area

Data Entry Operator Recruitment 2021, WB govt recruitment 2021, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে জেলায় DEO কর্মী নিয়োগ,WB New Jobs, health department jobs,

 আবারো রাজ্যের গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে ।   শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। রাজ্যের একটি জেলায় ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগ করা হবে । এখানে আপনাকে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই আপনার চাকরি হয়ে যাবে। নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মুখ্য স্বাস্থ্য অধিকরণে ডাটা এন্ট্রি পদে ও কো-অর্ডিনেটর পদে ।  অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে।



পদের নাম:

 Coordinator & Data Entry Operator


 শূন্যপদ:  মোট 8 টি শূন্য পদ রয়েছে।


ইন্টারভিউ  তারিখ

আপনার ইন্টারভিউ নেওয়া হবে 6 ডিসেম্বর 2021 তারিখে।

 ইন্টারভিউ স্থানে 11টার মধ্যে পৌঁছাতে হবে।


ইন্টারভিউর স্থান ও আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

Office of the Chief Medical Officer of Health, District Health, and Family Welfare, Nadia, 5D.L Roy road, P.O- Krishnanagar, Dist- Nadia Pin- 741101.


আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ:  আবেদন করতে হবে 30 নভেম্বরের  ২০২১ এর মধ্যে।



আবেদন ফি

 আপনি যদি জেনারেল candidate's হয়ে থাকেন তাহলে আপনাকে 100 টাকা এবং আপনি যদি রিজাভ ক্যাটাগরির (sc/st/obc/ph) হয়ে থাকেন তাহলে আপনাকে 50 টাকা ব্যাংকের ড্রাফটের মাধ্যমে চালান জমা করতে হবে ।

Official Website Click Here

শিক্ষাগত যোগ্যতা:

Data Entry Operator:  আপনাকে অবশ্যই স্নাতক পাস হতে হবে সঙ্গে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।

Coordinator পদের জন্য :এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। আপনি যে কোন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন পাস হলেই ।


নিয়োগ স্থান: আপনাকে নিয়োগ করা হবে নদীয়া জেলার কৃষ্ণনগর।

Office of the Chief Medical Officer of Health, District Health, and Family Welfare, Nadia, 5D.L Roy road, P.O- Krishnanagar, Dist- Nadia Pin- 741101


আবেদন পদ্ধতি: এখানে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে

বয়স:  আপনার  বয়স 21 বছর থেকে 40 বছর বয়স হতে হবে। আপনি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন।


বেতন:

Coordinator : 45,000/-

Data Entry Operator: 13560/-


এছাড়াও চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত তথ্য ইন্টারভিউ স্থান ও যাবতীয় আপনারা অফিশিয়াল নোটিফিকেশন থেকে জেনে নিতে পারবেন। নিচে অফিশিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে।

Official website Click Here


Top Post Ad

Below Post Ad

Ads Area