Ads Area

IAF Recruitment 2021: দশম-দ্বাদশ পাশেই এয়ারফোর্সের গ্রুপ সি পদে চাকরির সুযোগ , Government Recruitment 2021 , Airforce Jobs Vacancy 2021, Sarkari Naukri 2021

IAF Recruitment 2021: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশেই এয়ারফোর্সের গ্রুপ সি পদে চাকরির পাবেন।
 IAF Group C Recruitment 2021 : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে  আবেদন করতে পারবেন।
 সরকারি ওয়েবসাইটে নোটিফিকেশন রয়েছে. ভারতীয় বায়ুসেনা বিভিন্ন পদে নিয়োগ করা হবে , তাদের বিভিন্ন বিমানঘাঁটিতে গ্রুপ সি কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


  •  IAF Group C Recruitment 2021, Sarkari Naukri 2021: 
অফিসিয়াল ওয়েবসাইট হল davp.nic.in। 

  • আবেদন করার শেষ দিন
  নভেম্বরের মাসের ৩০ তারিখ পর্যন্ত। কোন পদে কত নিয়োগ করা হবে :
  • লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি বা LDC)- ১০
  •  সুপারিন্টেন্ডেন্ট- ০১
  •  কুক- ০৪ 
  • কার্পেন্টার- ০১
  •  সিভিলিয়ন মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার- ৪৫ ফায়ারম্যান- ০১ 
  • মাল্টি টাস্কিং স্টাফ- ১৮

 বয়স
ভারতীয় বায়ুসেনা  এই পদে আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছর হওয়া দরকার। 
তবে সংরক্ষণ নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন প্রার্থীরা।


 যোগ্যতা :
 ১) সুপারিন্টেন্ডেন্ট পদের জন্য স্নাতক আবেদন করতে পারেন। 

২) লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) পদের জন্য উচ্চ মাধ্যমিক শ্রেণি পাশ করলেই হবে। 

৩)আর বাকি পদের জন্য দশম শ্রেণি পাশ করলেই হবে। 

  •  ৩ টি  ধাপে প্রার্থীদের বাছাই করা হবে। তারপর তাঁরা চাকরি পাবেন। 
তাঁদের মধ্যে থেকে যোগ্যদের বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউ হবে। 

 সরকারি নোটিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন

#আরও চাকরির খবর দেখার জন্য এখানে ক্লিক করুন



Top Post Ad

Below Post Ad

Ads Area