সংক্ষিপ্ত বিবরণ : SSC Board থেকে সুখবর দেশের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য। ফের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন (SSC) । SSC-র তরফে জানানো হয়েছে মোট হাজার তিনেক শূন্যপদে গোটা দেশে গ্রুপ সি ও গ্রুপ পদে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন।
ভারতের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সরকারি চাকরি করার বিরাট সুযোগ করে দিচ্ছে SSC দপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, SSC-র প্রতিবছর ন্যায় এবছরও কম্বাইন গ্রেজুয়েট লেভেলে গ্রুপ সি ও বি পদে নিয়োগের জন্য আবেদন ফির্ম ছাড়া হয়েছে। গ্রেজুয়েট পাশ যোগ্যতা ও সরকারি চাকরি করতে আগ্রহী হলে এই পোস্ট টি সম্পূর্ণ পড়বেন।
| SSC RECRUITMENT |
যে শূন্যপদে নিয়োগ করা হবে :
কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রতিবছরের মতো এবছরও CGL পরীক্ষার মাধ্যমে গ্রুপ সি (Group C) ও গ্রুপ বি( Group B) পদে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন।
মোট শূন্যপদ : বিগত বছরের নিয়োগ অনুযায়ী এবছরে 3000 পদে নিয়োগ করা হবে ।
শিক্ষাগত যোগ্যতা : SSC-র এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই গ্রেজুয়েট পাশ করতে হবে বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে ।
বয়স : আবেদনকারীর বয়স সাধারণত হতে হবে 18 বছর থেকে 30 বছরের মধ্যে। রিজার্ভ পার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। আবেদন করার আগে অবশ্ই অফিসিয়াল নোটিশ দেখে নিবেন।
বেতন : বিভিন্ন পদ অনুযায়ী বেতনের কাঠামো বিভিন্ন হবে। তবে বেতন শুরু হবে ২৫,৫০০ থেকে ১,৫১,১০০ পর্যন্ত।
আবেদন পদ্ধতি :
আপনি যদি এই চাকরি আবেদন করতে চান, তাহলে আপনাকে SSC-র অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন তারিখ :- আবেদন শুরু হয়েছে 23-12-2021 থেকে এবং আবেদন চলবে 23-01-2022 তারিখ পর্যন্ত।
আবেদন ফি : সাধারণ ও ওবিসিদের জন্য আবেদন ফী হিসেবে 100 টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে এবং অন্যান্য সংরক্ষিত দের জন্য কোনো আবেদন ফি জমা করতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া :
সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কয়েকটি ধাপে করা হবে। Tier -I ও Tier II তে কম্পিউটার বেস্ট টেস্ট দিতে হবে। এরপর Tier III তে কাগজ কলমে লিখিত পরীক্ষা দিতে হবে। এবং সবশেষে Tier IV এ কম্পিউটার টেস্ট নেওয়া হবে।
আপনি যদি এই চাকরি আবেদন করতে চান তাহলে আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে ভালো ভাবে পড়ে , তারপর আবেদন করবেন ।
আবেদন সম্পর্কীত বিভিন্ন তারিখ সমূহ :
- আবেদন শুরু হয়েছে 23 ডিসেম্বর 2021 থেকে
- আবেদন চলবে 23 জানুয়ারি 2022 পর্যন্ত
- অনলাইনে ফী জমা করার শেষ তারিখ 25 জানুয়ারি
- অফলাইনে চালান জমা করার শেষ তারিখ 26 জানুয়ারি।
Official Notification : Click Here
How To Apply : Click Here
Official website : Click Here