সংক্ষিপ্ত বিবরণ : - বছরের শেষে রাজ্যে কেন্দ্রীয় সরকারের চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায়। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া হলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা। আপনি যদি এই চাকরির আবেদন করতে চান ,তাহলে পার্থী যেকোনো প্রান্ত থেকে ভারতীয় হলেই আবেদন করা যাবে।
এই চাকরির বিষয়ে যে পদগুলি সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হলো ।
বিজ্ঞপ্তি নং 01/2021,
এবং নিয়োগের স্থান- পশ্চিমবঙ্গ।
পদের নাম- অ্যাকাউন্টেন্ট
শূন্যপদের সংখ্যা- মোট ১২ টি যার মধ্যে SC ১ টি, OBC ৩ টি, EWS ১ টি, UR ৭ টি পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা-
অ্যাডভান্সড অ্যাকাউন্টটেন্সিতে এমকম যোগ্যতা সাথে কোনো কমার্শিয়াল অ্যাকাউন্টের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন- এই চাকরির জন্য প্রতি মাসে ২৮,৬০০ থেকে ১,১৫০০০ টাকা দেওয়া হবে ।
পদের নাম- জুনিয়র অ্যাসিসটেন্ট।
পদের সংখ্যা- ১১ টি যার মধ্যে SC ২টি, ST ১ টি, OBC ২ টি, EWS ১ টি, UR ৫ টি।
শিক্ষাগত যোগ্যতা- এই চাকরির জন্য আপনাকে কমপক্ষে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি পাশ সাথে MS word এবং Excel ব্যবহারের দক্ষতা থাকতে হবে ।
বেতন- এই চাকরির জন্য আপনাকে প্রতি মাসে ২১,৫০০ থেকে ৮৬,৫০০ টাকা বেতন ধার্য করা হয়েছে।
পদের নাম- জুনিয়র ইন্সপেক্টর।
পদের সংখ্যা- মোট ৪০ টি,যার মধ্যে SC ৫ টি, ST ২ টি, OBC ১১ টি, EWS ৪ টি, UR ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- এই চাকরির জন্য আপনাকে দ্বাদশ শ্রেণী পাশ অথবা তিন বছরের জুট সামগ্রী বিক্রির ক্ষেত্রে অভিজ্ঞতা।
বেতন- এই চাকরির জন্য আপনাকে প্রতি মাসে বেতন ২১,৫০০ থেকে ৮৬,৫০০ টাকা দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি-
এই চাকরির যদি আবেদন করতে চান তাহলে আপনার যোগ্য প্রার্থীদের উপযুক্ত নথি যোগে অনলাইনের মাধ্যমে www.jutecrop.in ওয়েবসাইটে আবেদন করতে হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১৩ জানুয়ারি, ২০২২ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত.
প্রয়োজনীয় নথি-
১) ভ্যালিড ইমেল আইডি
২) ভ্যালিড মোবাইল নম্বর
৩) ব্যক্তিগত এবং শিক্ষাগত সমস্ত প্রমাণপত্র
৪) পেমেন্টের ডিটেইলস
৫) সম্প্রতি কোনো ফটোর স্ক্যান কপি।
৬) প্রার্থীর সিগনেচারের স্ক্যান কপি।
৭) স্ক্যান কপি সমস্ত নথির পিডিএফ ফাইলে.
Official Notification : Click Here
Official Website : Click Here
