Ads Area

বনদপ্তরে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি | Forest Department Recruitment 2022 | west Bengal govt recruitment 2022

Forest Department Recruitment 2022 

 চাকরির সংক্ষিপ্ত বিবরণ : ভারতীয় ফরেস্ট বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গ তথা ভারতের যেকোনো জায়গায় বাসিন্দাই আবেদন করতে পারবেন। এখানে পুরুষ অথবা মহিলা সকলেই আবেদনের যোগ্য। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া থাকবে যেখান থেকে আপনি ভালো করে বিস্তারিত ভাবে জেনে নিতে পারবেন।


পদের নাম: এই চাকরির জন্য যে পদে কর্মী নিয়োগ করা হয় সেটি হল- Indian Forest Service

নোটিশ নাম্বার: 06/2022-IFos

আবেদনের  তারিখ: এই চাকরির জন্য  আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে এবং আবেদন চলবে ২২ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত।

আবেদনকারীর বয়স: আপনি যদি এই চাকরির  আবেদন করতে চান , তাহলে আপনার বয়স হতে হবে২১ থেকে ৩২ বছরের মধ্যে। এখানে OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন এবং SC/ST প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় দেওয়া হবে ।

শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এই চাকরি করতে চান,  তাহলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাশ  হতে হবে।

আবেদন পদ্ধতি: 
এই চাকরির জন্য  আপনাকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
 আপনারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনি যদি এখানে আবেদন করতে চান , তাহলে নিচের আবেদনের লিংক দেওয়া আছে সেখান  থেকে আপনি সরাসরি অনলাইনে মাধ্যমে  আবেদন করতে পারবেন।


আবেদন মূল্য: 
এই চাকরির জন্য আপনি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা জমা দিতে হবে। আপনি যদি রিজাভ কাটাগড়ের প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে কোনরকম আবেদন মূল্য দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি: এই চাকরির জন্য আপনাকে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এই চাকরির জন্য  প্রিলিমিনারি পরীক্ষা হবে- 05-07-2022 তারিখে।

👉আপনি যদি এই চাকরি আবেদন করতে আগ্রহী হন , তাহলে আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন টি  ডাউনলোড করে ভালো  ভাবে করে পড়ে নিবেন।  তারপর আবেদন করবেন। 

OFFICIAL NOTICE: CLICK HERE

APPLY NOW: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

Top Post Ad

Below Post Ad

Ads Area