Ads Area

Indian Oil Non Executive Recruitment 2022, Diploma Engineering Jobs 2022, Indian Oil Recruitment, Madhyamik Pass Jobs

 ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগ করা হবে ইন্ডিয়ান অয়েলের পাইপলাইন বিভাগের নন এক্সিকিউটিভ ডিভিশনে। এটি সারা ভারতব্যাপি চাকরির ভ্যাকান্সি। তাই আমাদের রাজ্য থেকেও প্রার্থীরা তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবে। নিচে এই নিয়োগের বিস্তারিত বিষয় এক এক করে জানানো হল। 



Indian Oil Non Executive Recruitment 2022

নোটিশ নম্বরঃ PL/HR/ESTB/RECT-2022

নোটিশ প্রকাশের তারিখঃ 24.01.2022 

যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ

(1) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (Engineering Assistant- EA)

(2) টেকনিক্যাল অ্যাটেনড্যান্ট (Technical Attendant- TA)


পদ সংক্রান্ত তথ্য (Post Details) : 

(1) পদের নাম- ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট


 বেতন- এই চাকরির জন্য পার্থীকে প্রতি মাসে 25,000 – 1,05,000 টাকা দেওয়া হবে


বয়সসীমা

এই চাকরির জন্য 24.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 26 বছরের মধ্যে হতে হবে।

এবং  SC, ST এবং OBC শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে । SC, ST শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের ছাড় দেওয়া হয়ে থাকে। 

Indian Oil Non Executive Recruitment 2022

শিক্ষাগত যোগ্যতা

এই চাকরির জন্য মিনিমাম ৫৫% নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ফুল টাইম ডিপ্লোমা ইঞ্জনিয়ার সার্টিফিকেট থাকতে হবে।


(2) পদের নাম- টেকনিক্যাল অ্যাটেনড্যান্ট


 বেতন-

এই পদের জন্য আপনাকে প্রতি মাসে  23,000 – 78,000 টাকা করে দেওয়া হবে।

Indian Oil Non Executive Recruitment 2022


বয়সসীমা-

এই পদের জন্য 24.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 26 বছরের মধ্যে হতে হবে। 

এবং SC, ST এবং OBC শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। SC, ST শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের ছাড় দেওয়া হবে। 


শিক্ষাগত যোগ্যতা-

 মাধ্যমিক পাশ করতে হবে এবং SCVT/NCVT স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে আইটিআই (ITI) পাশ সার্টিফিকেট থাকতে হবে ।

মোট শুন্যপদঃ 

এই পদের জন্য মোট  137 টি শুন্যপদ রয়েছে। 


ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগ করা হবে ইন্ডিয়ান অয়েলের পাইপলাইন বিভাগের নন এক্সিকিউটিভ ডিভিশনে। 

এটি সারা ভারত ব্যাপি চাকরির ভ্যাকান্সি। তাই আমাদের রাজ্য থেকেও প্রার্থীরা তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবে। নিচে এই নিয়োগের বিস্তারিত বিষয় এক এক করে জানানো হল। 


Indian Oil Non Executive Recruitment 2022

Indian Oil Non Executive Recruitment 2022

নোটিশ নম্বরঃ PL/HR/ESTB/RECT-2022

নোটিশ প্রকাশের তারিখঃ 24.01.2022 

https://iocl.com/

যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ

(1) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (Engineering Assistant- EA)

(2) টেকনিক্যাল অ্যাটেনড্যান্ট (Technical Attendant- TA)


Indian Oil Non Executive


নিয়োগ প্রক্রিয়াঃ

লিখিত পরীক্ষা এবং স্কিল/ প্রফিসিয়েন্সি/ ফিজিকাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করে পার্থী কে নিয়োগ করা হবে। 


আবেদন প্রক্রিয়াঃ

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পাইপলাইন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন করার আগে আবেদনকারীকে পদ অনুযায়ী যোগ্যতার বিষয়টি যাচাই করে তারপর আবেদন করতে হবে। 

আবেদন করার সময় প্রার্থীকে প্রথমে ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর যাবতীয় তথ্য পুরন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

https://iocl.com/

আবেদন করার জন্য যে সব ডকুমেন্টস লাগবে : 

(1) ইমেল আইডি 

(2) মোবাইল নম্বর

(3) স্ক্যান করা ছবি (25-50 KB এর মধ্যে)

(4) কালো কালিতে করা সিগনেচার এর ছবি (10-30 KB এর মধ্যে)


আবেদন ফিঃ 

এই চাকরির জন্য আবেদন ফি বাবদ  ১০০ টাকা অনলাইন এর মাধ্যমে জমা করতে হবে । 

SC/ST/PwBD শ্রেনিদের ক্ষেত্রে আবেদন করার জন্য টাকা লাগবে না

গুরুত্বপূর্ণ তারিখ

নোটিশ প্রকাশ 24.01.2022

আবেদন শুরু 24.01.2022

আবেদন শেষ 18.02.2022

👉  

এই চাকরির আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা নিচে দেওয়া লিংকে ক্লিক করে নোটিস টি ডাউনলোড করে ভালো ভাবে পড়ে তার পর আবেদন করবেন ।

👇

Official website Click Here


Official Notification : Click Here


Top Post Ad

Below Post Ad

Ads Area