Ads Area

WEST BENGAL DATA ENTRY RECRUITMENT 2022 | পশ্চিমবঙ্গে দুয়ারে রেশন প্রকল্পে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট DEO কর্মী নিয়োগ হচ্ছে

 WEST BENGAL DATA ENTRY RECRUITMENT 2022 

পশ্চিমবঙ্গের নতুন করে দুয়ারে রেশন প্রকল্পে কাজ করার জন্য ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু হবে এবং সেই জন্যই কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 


প্রথমত এখানে অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে পরবর্তীকালে এদের স্থায়ী করার পরিকল্পনা করবে রাজ্য সরকার। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া হচ্ছে সেগুলো ডাউনলোড করা ভালো করে পড়ে নিবেন।

WEST BENGAL DATA ENTRY RECRUITMENT 2022 

পদের নাম: অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর

শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন ,তাহলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাশ  করতে হবে , এবং সেইসঙ্গে আপনার কাছে  কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।

বয়স সীমা:
 আপনি যদি এই চাকরি আবেদন করতে চান,  তাহলে আপনার বয়স অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন: 
আপনি যদি এই  চাকরি করেন,  তাহলে আপনাকে প্রতিমাসে ১৩,০০০/-  টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:  এই চাকরি  আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনাকে সরাসরি নিজে হাতে বিডিও অফিসে গিয়ে আপনার ডকুমেন্ট জমা দিয়ে আসতে হবে বা আপনি স্পিড পোস্ট এর মাধ্যমে আবেদন পত্র জমা দিতে পারবেন। আপনারা আবেদনপত্রটি অফিশিয়াল নোটিফিকেশন এর মধ্যেই পেয়ে যাবেন।


WEST BENGAL DATA ENTRY RECRUITMENT 2022 

আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিবেন: আপনি যদি এই চাকরি  আবেদন করতে চান, তাহলে আপনাকে নিচের ডকুমেন্টগুলো জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে-

1. পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফি

2. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড

3. আপনার সমস্ত শিক্ষাগতযোগ্যতার ডকুমেন্টস

4. কম্পিউটার সার্টিফিকেট

5.কাস্ট সাটিফিকেট  (যদি থাকে)

6. অভিজ্ঞতা সার্টিফিকেট ( যদি থাকে) 


আবেদনপত্র  তারিখ সমূহ : ইতিমধ্যেই এই চাকরি  আবেদনপত্রগুলো প্রকাশিত হয়েছে ২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে এবং এই চাকরি টি  আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ ফেব্রুয়ারি  ২০২২ তারিখ পর্যন্ত।

আবেদনপত্র জমা দেওয়া ঠিকানা: Office Of the District Controller ( F&S), Nadia, Patrabazar, Krishnanagar, Nadia, Pin - 741101

Email Address: recruitment.nadia.fs@gmail.com 

আপনি যদি এই  চাকরি করতে আগ্রহী হন তাহলে অফিশিয়াল নোটিফিকেশনটি নিচে দেওয়া হল- অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভালো ভাবে পড়ে তারপর আবেদন করবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE


Top Post Ad

Below Post Ad

Ads Area