Ads Area

Bank Job Vacancy ৭৮০০ পদে IBPS ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে , Bank-এ ৭৮০০ পদে চাকরির | কিভেব আবেদন করবেন দেখেনিন এক নজরে | WB New Jobs | Bank Jobs

 Job Vacancy: ৭৮০০ পদে IBPS ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে  , Bank-এ চাকরির খবর । আবেদন প্রক্রিয়া দেখে নিন ।

IBPS Clerk Recruitment 2021: Job Vacancy-র বিষয়ে বিশদে জানতে প্রার্থীরা IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে  ibps.in গিয়ে বিস্তারিত খোঁজ নিতে পারেন।



সম্প্রতি ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন বোর্ডের (Institute of Banking Personnel Selection) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ক্লার্ক পদে নিয়োগের (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। ব্যাঙ্কে (Bank) চাকরির বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে ibps.in গিয়ে বিস্তারিত  খোঁজ নিতে পারেন । 


প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৭ অক্টোবর থেকে চলছে। প্রার্থীরা আগামী ২৭ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে ।


IBPS Clerk Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ ঃ

প্রতিষ্ঠানের তরফে মোট ৭৮০০টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে। সমগ্র দেশ জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ।

IBPS Clerk Recruitment 2021: নিয়োগ পরীক্ষার তারিখ


প্রিলিমিনারি পরীক্ষার অনুষ্ঠিত হবে ডিসেম্বর, ২০২১ বর্ষে এবং ফলাফল প্রকাশিত হবে ডিসেম্বর- জানুয়ারি মাসের মধ্যে। 

মেইন পরীক্ষার সম্ভাব্য সময় জানুয়ারি/ ফেব্রুয়ারি মাসে ও প্রার্থীদের অ্যালটমেন্ট দেওয়া হবে এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে




Job Vacancy: ৭৮০০ পদে IBPS ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, Bank-এ চাকরির আবেদন  প্রক্রিয়া কিভাবে দেখে নিন । 

Job Vacancy: ৭৮০০ পদে IBPS ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, Bank-এ চাকরির আবদেন প্রক্রিয়া কি?

IBPS Clerk Recruitment 2021: Job Vacancy-র বিষয়ে বিশদে জানতে প্রার্থীরা IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে ibps.in গিয়ে খোঁজ নিতে পারেন।

 ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন বোর্ডের (Institute of Banking Personnel Selection) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ক্লার্ক পদে নিয়োগের (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। ব্যাঙ্কে (Bank) চাকরির বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে ibps.in গিয়ে খোঁজ নিতে পারেন।


এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS)


পদের নাম: ক্লার্ক ও অন্যান্য

শূন্যপদের সংখ্যা: ৭৮০০

কাজের স্থান: ভারত

কাজের ধরন: সরকারি


নির্বাচন পদ্ধতি কিভাবে :

 নিয়োগ করা হবে প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে ডিসেম্বর মাসের শেষের দিকে। পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামী বছরের ( ২০২২ ) জানুয়ারি মাসে।  অনলাইনে  মেইন পরীক্ষা হবে ২০২২ সালের ফেব্রুয়ারী মাস নাগাদ। 


প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস  : 

১) ইংরেজি - ৩০ নাম্বার 

২ ) গণিত _ ৩৫ 

৩) রিজিনিং - ৩৫ 


আবেদন প্রক্রিয়া শুরু: ০৭.১০.২০২১


শিক্ষাগত যোগ্যতা: যে কোনও ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট উত্তীর্ণ সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হতে হবে।


বেতন ঃ  কিছু জানানো হয়নি


আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদন ফি ঃ অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি বাবদ ১৭৫ টাকা দিতে হবে ( 

SC/ST/PWD/EXSM এর ক্ষেত্রে এবং  ৮৫০ টাকা ( UR / OBC ও বাকিদের ক্ষেত্রে ) ধার্য করা হয়েছে । 

আবেদনের শেষ দিন: ২৭.১০.২০২১

IBPS Clerk Recruitment 2021: বয়স -

আবেদনের জন্য ২০ থেকে ২৮ বছরের বয়সসীমা ধার্য করা হয়েছে।


অফিসিয়াল ওয়েবসাইট  যাওয়ার জন্য 

এখানে ক্লিক করুন 




Tags

Top Post Ad

Below Post Ad

Ads Area