SSC Recruitment 2022 | Constable Driver Apply Online | আবারও ssc তে চাকরির সুযোগ
আবারও চাকরি পার্থীদের জন্য বিরাট বড় সুখবর , SSC তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে বিভিন্ন পদে যেমন - কনস্টেবল ড্রাইভার ।
SSC তে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে । সমস্ত পর্থীরা অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ইতিমধ্যে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।
এসএসসি তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো।
নোটিশ নম্বরঃ 3/3/2022–P&P-I
নোটিশ প্রকাশের তারিখঃ 08.07.2022
আবেদনের মাধ্যমঃ সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
কনস্টেবল ড্রাইভার- পুরুষ (Constable Driver- Male)
বেতনঃ
এই পদের জন্য প্রতি মাসে পে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন ধার্য করেছেন।
বয়সসীমাঃ এই চাকরির জন্য বয়স হতে হবে
01.07.22 তারিখ হিসবে প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। SC, ST, OBC শ্রেণির আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতাঃ এই চাকরির জন্য পার্থী যোগ্যতা হতে হবে -
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সেইসাথে গাড়ি maintainance এর কাজ জানতে হবে।
মোট শূন্যপদঃ এই চাকরি মোট পদ
1411 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতিঃ
কম্পিউটার টেস্ট।
মেডিকেল টেস্ট।
ড্রাইভিং টেস্ট।
আবেদন পদ্ধতিঃ
উপরিউক্ত পদের ক্ষেত্রে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আপনি যদি এই চাকরির আবেদন করতে চান তাহলে নিচে আবেদন লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
প্রথমে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
এরপর নির্ভুলভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি আপলোড করতে হবে।
সবশেষে আবেদনমূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ এই চাকরির জন্য
প্রার্থীদের কে 100 টাকা আবেদন ফি অনলাইন এর মাধ্যমে জমা করতে হবে ।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
সেল্ফ অ্যাটেস্টেড করা রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
আধার কার্ড বা ভোটার কার্ড।
শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
বয়সেরর প্রমাণপত্র।
কাস্ট সার্টিফিকেট।
কম্পিউটার সার্টিফিকেট।
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ 08.07.2022
আবেদন শুরু 08.07.2022
আবেদন শেষ 29.07.2022
অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন