রাজ্যে মেট্রো রেলে চাকরি, মাধ্যমিক পাশে শতাধিক শুন্যপদে নিয়োগ, West Bengal Metro Railway Recruitment 2022
পশ্চিমবঙ্গের কোলকাতা মেট্রো রেলে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল। যারা মাধ্যমিক যোগ্যতায় চাকরি খুজছেন তাদের জন্য দারুন চাকরির আপডেট। কোলকাতা মেট্রো রেলে বিভিন্ন ট্রেডে আপ্রেনটিস নিয়োগ করা হবে। শতাধিক শুন্যপদে এই নিয়োগের ক্ষেত্রে কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা ঠিক কি লাগবে, শুন্যপদের সঠিক সংখ্যা এবং আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো।
West Bengal Metro Rail Recruitment 2022
নোটিশ নম্বরঃ 01/22/Metro Railway/ Kolkata
নোটিশ প্রকাশের তারিখঃ 22.01.2022
যেসমস্ত ট্রেডে নিয়োগ করা হবেঃ
(1) ফিটার
(2) ইলেকট্রিশিয়ান
(3) মেশিনিস্ট
(4) ওয়েল্ডার
(5) প্লাম্বার
শিক্ষাগত যোগ্যতাঃ ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ করতে হবে এবং নির্দিষ্ট ট্রেডের আইটিআই (ITI) সার্টিফিকেট থাকতে হবে।
শুন্যপদঃ মোট শুন্যপদ 104 টি
ট্রেড অনুযায়ী শুন্যপদঃ
(1) ফিটার- 64 (UR-27, SC-10, ST-5, OBC-17, PH-2, ExSm-3)
(2) ইলেকট্রিশিয়ান- 19 (UR-7, SC-3, ST-2, OBC-5, PH-1, ExSm-1)
(3) মেশিনিস্ট- 7 (UR-3, SC-1, ST-1, OBC-2)
(4) ওয়েল্ডার- 7 (UR-3, SC-1, ST-1, OBC-2)
(5) প্লাম্বার- 7 (UR-3, SC-1, ST-1, OBC-2
বেতনঃ
মেট্রো রেলের নিয়ম অনুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ড (বেতন) দেওয়া হবে।
বয়সসীমাঃ
01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 15-24 বছরের মধ্যে হতে হবে। ST, SC শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের ছাড় পাবে।
নিয়োগ প্রক্রিয়াঃ
মাধ্যমিক পাশের প্রাপ্ত নম্বর এবং আইটিআই (ITI) এর কোর্সে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করে অ্যাপ্রেনটিস নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
অফিসিয়াল নোটিশের 7 নম্বর পেজে আবেদন করার জন্য ফর্ম দেওয়া আছে। ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে। তারপর ফর্মের সাথে দরকারি কিছু ডকুমেন্টের ফেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভরতে হবে। তারপর ঐ আবেদনপত্রের খামটি নিচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
Dy. Chief Personnel Officer, Metro Rail Bhavan, 33/1. J.L Nehru Road, Kolkata- 700071.
আবেদন ফিঃ
100 টাকার পোস্টাল অর্ডার করতে হবে। SC, ST, PHP, সংখ্যালঘু সম্প্রদায়, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ব্যাক্তি এবং মহিলা আবেদনকারীদের কোনো আবেদন ফি বাবদ পোস্টাল অর্ডার করার দরকার নেই।
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ 22.01.2022
আবেদন শুরু 22.01.2022
আবেদন শেষ 21.02.2022
নিয়োগ সংস্থারঃ Official Website
Official Notification Download Now