চাকরির বিবরণ : গ্রূপ -ডি রেশম বন্ধু পদে রাজ্যের আরো একটি জেলাতে লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে। রেশম সংক্রান্ত কাজ পরিচালনা এবং দেখাশনা করার জন্য এই পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন জেলায় এই নিয়োগ শুরু হয়েছে। কয়েকদিন আগেও আমরা রাজ্যের অন্য একটি জেলায় রেশম বন্ধু নিয়োগের বিজ্ঞপ্তির বিষয়ে জানিয়েছিলাম।
মুর্শিদাবাদ জেলায় আজকের এই রেশম বন্ধু পদে নিয়োগ করা হবে। এইবার আমরা এই নিয়োগের জন্য কি যোগ্যতা থাকতে হবে, বেতন কত এবং কিভাবে দেওয়া হবে, নিয়োগ কিভাবে করা হবে এবং আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে জানাবো।
নোটিশ নম্বরঃ ৯৮৮(৭) আর কে ভি ওয়াই
নোটিশ প্রকাশের তারিখঃ 21.01.2022
পদের নামঃ রেশম বান্ধু (Resham Bandhu)
বয়সসীমাঃ এই চাকরির জন্য আবেদনকারীর বয়স 25 – 45 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসেব করা হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতাঃ এই চাকরির জন্য মাধ্যমিক পাশ করতে হবে এবং কেন্দ্রীয় রেশম গবেষনা কেন্দ্র থেকে ট্রেনিং বা প্রশিক্ষনপ্রাপ্ত হতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ
- যে ব্লকে নিয়োগ করা হবে সেই ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- রেশম চাষের এলাকায় যাতায়াত করার জন্য সাইকেল থাকতে হবে।
- রেশম চাষের এলাকার মানুষদের সাথে যোগাযোগ করার জন্য স্মার্টফোন থাকতে হবে।
- আবেদনকারীর নামে যেকোনো রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে।
বেতনঃ এই চাকরির জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা, ভাতা হিসেবে দেওয়া হবে।
নিয়োগের স্থানঃ মুর্শিদাবাদ জেলার নবগ্রাম, খড়গ্রাম এবং জলঙ্গী ব্লকে রেশম বন্ধু পদে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ এই চাকরির জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে উপযুক্ত প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল (এক বছরের জন্য নিয়োগ করা হবে)
আবেদন পদ্ধতিঃ
নিয়োগের বিজ্ঞপ্তির শেষের পেজে একটি আবেদন করার ফর্ম বা দরখাস্তের প্রফর্মা দেওয়া আছে। আবেদনকারীকে প্রথমে ঐ নোটিশটি ডাউনলোড করে নোটিশ থেকে আবেদন করার ফর্মটি আলাদা করে A4 সাইজের পেজে প্রিন্ট করতে হবে। তারপর সেটি পূরন করে এবং তার সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। তারপর সেগুলিকে একটি খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
উপ-অধিকর্তা রেশম শিল্প দপ্তর। ১ নং ক্যান্টনমেন্ট রোড, পোষ্ট-বহরমপুর, জেলা-মুর্শিদাবাদ, পিন-৭৪২১০১।
|