কেবল মাত্র মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে ।
কেবল মাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
West Bengal Municipality Health Worker Recruitment 2021
পদের নাম-
হেলথ ওয়ার্কার (HHW)
শূন্যপদ- মোট ৪০ টি।
শিক্ষাগত যোগ্যতা-
মাধ্যমিক পাশ। আবেদনকারীকে অবশ্যই বিবাহিতা/ বিধবা বা বিবাহ বিচ্ছিন্না হতে হবে।
অর্থাৎ অবিবাহিতা মহিলারা এই পদে আবেদন করতে পারবেন না।
বয়স-
০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে হতে হবে
এবং SC/ ST/ OBC/ PWD শ্রেণীভুক্ত প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন-
প্রতিমাসে ৪,৫০০/- টাকা।
আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ( অনলাইনে আবেদন হবে না )
www.siligurismc.in
এই ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে
পারবেন
এবং পূরণ করা আবেদনপত্রের সাথে সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করতে হবে এবং শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের অফিসে গিয়ে সরাসরি জমা দিতে হবে।
পোস্ট অফিসের মাধ্যমে আসা কোনো আবেদনপত্র গ্রাহ্য করা হবে না।
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ৩ নভেম্বর, ২০২১।
আবেদনপত্র জমা দেওয়ার স্থানঃ
To the Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, Siliguri- 734001
নিয়োগের স্থান-
শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। আবেদনকারীকে সংশ্লিষ্ট মিউনিসিপালিটি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলি হলো-
১) বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড)
২) আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড
৩) মাধ্যমিক পরীক্ষার মার্কশিট
৪) জাতিগত শংসাপত্র (প্রযোজ্য হলে)
৫) ম্যারেজ সার্টিফিকেট/ বা আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড যেখানে আবেদনকারীর স্বামীর নাম উল্লেখ আছে।
৬) স্বামীর মৃত্যু শংসাপত্র (প্রযোজ্য হলে)
৭) বিবাহ বিচ্ছিন্ন শংসাপত্র (প্রযোজ্য হলে)