Ads Area

Data Entry Operator and Group C Recruitment | West Bengal Government Recruitment 2021 | Data Entry Operator Jobs 2021

Data Entry Operator and Group C Recruitment | West Bengal Government Recruitment 2021 | Government Jobs 2021

  লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রচুর পরিমাণে গ্রুপ-সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। আপনি পশ্চিমবঙ্গ তথা ভারতের যেকোনো স্থানে বাসিন্দা হলে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।  যদি চাকরি করতে আগ্রহী হন । অবশ্যই খবরটি শেষ পর্যন্ত করুন চাকরির সম্বন্ধীয় আরও বিস্তারিত তথ্য জেনে নিন। নিচে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনার চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।



পদের নাম: -

Hindi Consultant,
Stenographer,
Assistant,
Data Entry Operator   
Hindi Consultant:

শিক্ষাগত যোগ্যত -

এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাশ হতে হবে এবং আপনাকে উচ্চমাধ্যমিক পাশ পর্যন্ত হিন্দি অথবা ইংরেজি তে পড়াশোনা করতে হবে। সঙ্গে আপনার কম্পিউটারের দক্ষতা থাকতে হবে।


বয়স:  বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।



Stenographer:

শিক্ষাগত যোগ্যতা : এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে একটি কম্পিউটারের সার্টিফিকেট দরকার।

Assistant :

শিক্ষাগত যোগ্যতা : এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাশ হতে হবে । আপনার অবশ্যই কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং টাইপিং স্পিড ভালো হতে হবে।


বয়স:  বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।



 Data Entry Operator :

শিক্ষাগত যোগ্যতা : আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে আপনার কম্পিউটারের সার্টিফিকেট থাকলে হবে । যেহেতু এটি ডাটা এন্ট্রির কাজ তাই আপনার টাইপিং স্পিড ভালো হতে হবে।


বয়স:  বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।



আবেদন মূল্য : চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে কোনরকম আবেদন মূল্য দিতে হবে না । সম্পূর্ণ ফ্রিতে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারেন

 

যদি চাকরি করতে চান তাহলে নিচে অফিশিয়াল ওয়েবসাইট আছে এখানে গিয়ে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও চাকরির নোটিফিকেশন টা ডাউনলোড করে ভালো করে পড়ে তবেই আবেদন করতে পারেন।

Official website :  Click Here

Top Post Ad

Below Post Ad

Ads Area