Railway Recruitment 2021 : দশম শ্রেণি পাশেই রেলে চাকরির দারুণ সুযোগ, ১,৭৮৫ শূন্যপদ, রেলওয়ে চাকরির খবর । Government Jobs In Railway 2021
RRC Railway Recruitment 2021: দক্ষিণ-পূর্ব রেল কর্মী নিয়োগ করবে (South-Eastern Railway Recruitment 2021)। সেই ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা।
যাঁরা রেলে চাকরি করতে চান, তাঁদের জন্য দারুণ সুযোগ
দক্ষিণ-পূর্ব রেল কর্মী নিয়োগ করবে
সেই ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ,
RRC Railway Recruitment 2021: রেলে চাকরি করতে চান, তাঁদের জন্য দারুণ সুযোগ। দক্ষিণ-পূর্ব রেল কর্মী নিয়োগ করবে (South-Eastern Railway Recruitment 2021)। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। অ্যাপ্রেন্টিস পদে অজস্র কর্মী নিয়োগ করবেন।
২০২১-২২ বর্ষের জন্য খড়গপুর, চক্রধরপুর, রাঁচি, আদ্রা, সিনি এবং বোদামুন্ডা ওয়ার্কশপে ১,৭২৫ জনকে নেওয়া হবে অ্যাপ্রেন্টিস রূপে। সেটি হল rrcser.co.in।
সোমবার ১৫ নভেম্বর থেকে আবেদন করা যাবে। ওইসব পদে আবেদনের শেষ দিন ১৪ ডিসেম্বর। এই নোটিফিকেশন থেকে জানা যাচ্ছে, খড়গপুর ওয়ার্কশপে ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিকের মতো পদে ৩৬০ শূন্য পদ রয়েছে।
অন্যদিকে খড়্গপুরে সিগন্যাল এবং টেলিকম ওয়ার্কশপে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক, পেইন্টার, কেবল জয়েন্টার আর অপারেটর পদে নিয়োগ করা হবে।
এখানে ৮৭টি শূন্য পদ রয়েছে। ট্র্য়াক মেশিন ওয়ার্কশপের জন্য ১২০টি ভ্যাকেন্সি রয়েছে। এর পাশাপাশি এর পাশাপাশি এসইই (ওয়ার্কস)/ইঞ্জিনিয়ারিং/খড়্গপুরে ২৮টি পদে চাকরির সুযোগ রয়েছে।
শিক্ষার যোগ্যতা : -
এই পরীক্ষার জন্য যাঁরা আবেদন করতে চলেছেন, তাঁদের শিক্ষার যোগ্যতা সম্পর্কে জেনে নেওয়া যাক। যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর-সহ দশম শ্রেণি পাশ করতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই পাশের শংসাপত্র থাকা আবশ্যক।
আবেদনকারীকে বয়সের সীমা অ্যাপ্রেন্টিসশিপ (South-Eastern Railway Recruitment 2021) ট্রেনিংয়ের জন্য ১৪ থেকে ২৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে অ্যাপ্রেন্টিসে ভর্তির জন্য ওবিসি ক্যাটাগরিতে ৩ বছরে, এসসি-এসটি প্রার্থীদের জন্য ৫ বছরের এবং বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীদের জন্য ১০ বছরের বয়সের ছাড় পাবে ।
ফি : অ্যাপ্রেন্টিসশিপের জন্য দক্ষিণ-পূর্ব রেলের ৬ জায়গায় নিয়োগ করা হবে। ভর্তির জন্য আবেদন অনলাইনে করতে হবে। আর তার জন্য আবেদন ফি ১০০ টাকা দিতে হবে ।
ওফফিসিয়াল ওয়েবসাইট : এখানে ক্লিক করুন
