Ads Area

WB Data entry operator recruitment, WB govt recruitment 2021,ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে

 আবারো রাজ্যের  জেলায় DEO কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি | WB Data entry operator recruitment, WB govt recruitment 2021, আবারও ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে । নিয়োগ করা হবে উত্তর ২৪ পরগণা জেলায় নিয়োগ করা হবে বলে জানিয়েছেন।এই চাকরির সমস্ত রকম তথ্য নিচে আলোচনা করা হলো।



পদের নাম: 

Coordinator পদে 10 টি এবং Data Entry Operator পদে ১০ টি নিয়োগ করা হবে।


মোট শূন্যপদ

 মোট 20 টি শূন্য পদ রয়েছে।


শিক্ষাগত যোগ্যতা:

Data Entry Operator: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই স্নাতক বা গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।

 আপনি যে কোনো কম্পিউটার সেন্টার থেকে কম্পিউটার জানা লাগবে , তবে সার্টিফিকেট যদি বৈধ হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন।


Coordinator:

 আপনাকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। 

আপনি যে কোন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন পাস হলেই এবং সঙ্গে যেকোনো জায়গা থেকে এক বছরের কম্পিউটার সার্টিফিকেট করা থাকলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

নিয়োগ স্থান: 

আপনাকে নিয়োগ করা হবে উত্তর 24 পরগনা জেলায়।

আবেদন পদ্ধতি:

 আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি আবেদন কোনোটাতেই পারবেন উত্তর 24 পরগনা জেলার অফিশিয়াল ওয়েবসাইটে www.north24parganashealth.org.


আবেদনের তারিখ সম্পর্কে

এখানে অনলাইনে মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে 29.11.2021 থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে 09.12.2021 পর্যন্ত।


বয়স

এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই 21 বছর থেকে 40 বছর বয়স হতে হবে।

 আপনি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন।


আবেদন ফি:

 জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন মূল্য হিসেবে 100 টাকা দিতে হবে এবং আপনি যদি রিজাভ ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন মূল্য হিসেবে 50 টাকা দিতে হবে।


বেতন:

Coordinator : 45,000/-

Data Entry Operator: 13560/-


এছাড়াও চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত তথ্য ইন্টারভিউ স্থান ও যাবতীয় আপনারা অফিশিয়াল নোটিফিকেশন থেকে জেনে নিতে পারবেন।

 নিচে অফিশিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হল সেখানে ক্লিক করে আপনারা সরাসরি বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিতে পারবেন ।অফিশিয়াল নোটিফিকেশন গুলো ভালো করে পড়ে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট : এখানে ক্লিক করুন



Top Post Ad

Below Post Ad

Ads Area