মাধ্যমিক পাসে পাচিমবঙ্গের কলকাতায় কোস্ট কার্ডে কর্মী নিয়োগ | WB Indian Coast Guard recruitment 2021 | West bengal Government Job 2021 | wb govt recruitment 2021
চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে চাকরির একটি বিশাল বড় খবর । আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি এই চাকরীর সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা হলেই আপনি এই চাকরির জন্য উপযুক্ত। নিয়োগ করা হবে কলকাতা রাজারহাট এর ইন্ডিয়ান কোস্ট গার্ডের হেডকোয়ার্টার অফিসে।
চাকরির সম্বন্ধীয় আরো তথ্য নিচে দেওয়া হল এছাড়াও অফিসের ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সরাসরি ওয়েবসাইট থেকে ভালো করে খবরটি পড়ে তারপরে আবেদন করবেন।
পদের নাম : - যেই সব পদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে -
ফায়ারম্যান,
ইঞ্জিন ড্রাইভার,
MTS( চৌকিদার),
সিভিলিয়ান MT ড্রাইভার,
Fork লিফট অপারেটর,
MT Fitter,
Lascar
শিক্ষাগত যোগ্যতা:
প্রতিটি পদের জন্য আপনাকে মাধ্যমিক পাস বাধ্যতামূলক। তবে MT Fitter, Lascar ও Fork লিফট অপারেটর ওদের জন্য আপনাকে মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই থাকতে হবে। বাকি পদ গুলোতে আপনি শুধুমাত্র মাধ্যমিক পাসেই আবেদন করতে পারবেন।
বয়স : - এই পদ গুলির জন্য আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে ।
নিয়োগের স্থান: আপনাকে কলকাতা বা হলদিয়া বা তার পার্শ্ববর্তী এলাকায় নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি: -
আপনি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনারা আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন www.joinindiancostguard.gov.in ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটের এই আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন যার লিংক নিচে দেওয়া রয়েছে ।
আবেদনের শেষ তারিখ:
আবেদনপত্রে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট 30 দিনের মধ্যে আবেদন করতে হবে । আবেদনপত্রটি প্রকাশিত হয়েছে 25 অক্টোবর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং চলবে 22 নভেম্বর 2021 পর্যন্ত ।
আপনি যদি এই পদ গুলির মধ্যে আবেদন করতে চান , তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা অফিসিয়াল নোটিস টি ডাউনলোড করে ভালো ভাবে পরে , তার পর আবেদন করবেন।
OFFICIAL NOTICE: CLICK HERE
Official website : Click Here
