West Bengal Government Recruitment 2021 | Madhyamik Pass Government Jobs | রাজ্যে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ 2021
রাজ্যে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ- অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ
By WB New Jobsরাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য চাকরির আরো একটি নতুন আপডেট। মাল্টি টাস্কিং স্টাফ এবং ডাটা এনট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হল। বর্ধমান মেডিক্যাল কলেজে এই নিয়োগটি করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে ভালো বিষয় হচ্ছে, এতে কোনো লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গ থেকে সবাই আবেদন করতে পারবে। আপনি কি আবেদন করতে চান? তাহলে এই চাকরির নিয়োগের সমস্ত বিষয় জেনে নিন।
সমস্ত তথ্য ভালো করে পড়ুন তার পর আবেদন করবেন।
Burdwan Medical College Multi Tasking Staff Recruitment
Burdwan Medical College Multi Tasking Staff Recruitmentনোটিশ মেমো নম্বরঃ 2660
আবেদনের মাধ্যমঃ
অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ 01.11.2021
আবেদন শুরু 01.11.2021
আবেদনপত্র জমা 08.11.2021 এবং 09.11.2021
যে পদগুলিতে নিয়োগ করা হবেঃ
(1) ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator- DEO)
2) মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff- MTS)
বেতনঃ
(1) ডাটা এনট্রি অপারেটর– প্রতি মাসে 20,000 টাকা
(2) মাল্টি টাস্কিং স্টাফ– প্রতি মাসে 18,000 টাকা
বয়সঃ
দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স 45 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
(1) ডাটা এনট্রি অপারেটর- এই পদের জন্য আবেদনকারীকে যেকোনো বিষয়ে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। কম্পিউটারের ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। সেইসঙ্গে হেলথ কেয়ারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
(2) মাল্টি টাস্কিং স্টাফ- মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে হেলথ কেয়ারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদঃ
(1) ডাটা এনট্রি অপারেটর– 1
(2) মাল্টি টাস্কিং স্টাফ– 1
আবেদন ফিঃ
কোনো আবেদন ফি লাগবে না।
আবেদন প্রক্রিয়াঃ
ইচ্ছুক এবং যোগ্য চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য একটি বায়োডাটা লিখতে হবে। ওই বায়োডাটার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। তারপর এগুলিকে একটি খামে ভরতে হবে এবং ‘VRDL Burdwan Medical College (Old Academic Building)’ এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিউয়ের তারিখ এবং সময় আবেদনকারীকে ইমেলের মাধ্যমে জানানো হবে .
Official website : Click Here
https://www.burmed.org/
