Ads Area

12th Pass Jobs in West Bengal : HS Pass Government Jobs , Govt Jobs Notification | সরকারি চাকরির খবর

 চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় খবর। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন বছরের ৩ ও ৪ জানুয়ারি ইন্টারভিউ নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো রকম পরীক্ষা ছাড়াই শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে এবং সেখানে একাডেমিক স্কোর ও অভিজ্ঞতার ভিত্তিতেও নিয়োগ করা হবে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্য শেষ অবধি পড়বেন নিচে সবিস্তারে আলোচনা করা হল -


নিচে বিভিন্ন শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল -

1. কুক (1)


শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে নিজের স্থানীয় ভাষায় কথোপকথনের জ্ঞান থাকতে হবে। 


বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 20-40 বছরের মধ্যে এবং রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

মাসিক বেতন : মাসিক সাম্মানিক হিসাবে 8000/- দেওয়া হবে। 


2. এটেন্টডেন্ট (3)

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে নিজের স্থানীয় ভাষায় কথোপকথনের জ্ঞান থাকতে হবে। 

বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 20-40 বছরের মধ্যে এবং রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। 

মাসিক বেতন : মাসিক সাম্মানিক হিসাবে 5000/- দেওয়া হবে। 


3.নিউট্রিশনিস্ট(1)

শিক্ষাগত যোগ্যতা : B.SC বা M.SC ফুড ও নিউট্রিশন এ পাশ করলে আবেদন করতে পারবে। 


এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ থাকলে আবেদন করতে পারবে। 


বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে এবং রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। 


মাসিক বেতন : মাসিক সাম্মানিক হিসাবে 25000/- দেওয়া হবে। 


4.মেডিক্যাল সোস্যাল ওয়ার্কার(1)

শিক্ষাগত যোগ্যতা : যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ করলে আবেদন করতে পারবে। সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। 

বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে এবং রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। 

মাসিক বেতন : মাসিক সাম্মানিক হিসাবে 18000/- দেওয়া হবে। 


5. ক্লিনিক্যাল সাইকোলজি 

শিক্ষাগত যোগ্যতা : উক্ত পদের সঙ্গে সামঞ্জস্য বিষয়ে পাশ করলে আবেদন করতে পারবে। এছাড়াও একই বিষয়ে পোস্ট গ্রেজুয়েট থাকলেও আবেদন করতে পারবে। এছাড়াও 3 মাসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। 

বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে এবং রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। 

মাসিক বেতন : মাসিক সাম্মানিক হিসাবে 30,000/- দেওয়া হবে। 


আবেদন পদ্ধতি : কোনো আবেদন পত্র জমা করতে হবে না শুধু ইন্টারভিউ এর দিন আবেদন পত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে। 


নিয়োগ পদ্ধতি : লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউ এবং অভিজ্ঞতার উপর যাচাই করে উক্ত পদ গুলিতে নিয়োগ করা হবে। 


ইন্টারভিউ এর তারিখ ও সময় : ইন্টারভিউ 3 ও 4 জানুয়ারি অফিসিয়াল সময়ে.

অফিসিয়াল ওয়েবসাইট: এখানে ক্লিক করুন





Top Post Ad

Below Post Ad

Ads Area