Ads Area

আর্মিতে গ্রুপ-C নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন , Indian Army Recruitment Apply Now, 10th pass jobs,


আপনি কি ইন্ডিয়ান আর্মির গ্রুপ-C পদে চাকরি চান? তাহলে আপনার জন্য চাকরির দারুন সুযোগ। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় ইন্ডিয়ান আর্মির গ্রুপ-সি পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া চলছে। প্রথমেই আপনাকে জানিয়ে রাখছি, এটি সারা ভারতব্যাপী চাকরির (Job) ভ্যাকান্সি। তাই পশ্চিমবঙ্গ থেকেও চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। এই মুহুর্তে আবেদন প্রক্রিয়া চলছে।

Indian Army Recruitment Apply Now

আর্মিতে গ্রুপ-C নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন , Indian Army Recruitment Apply Now, 10th pass jobs,

তাই যারা যারা আবেদন করার কথা ভাবছেনে তারা নিচের দেওয়া তথ্যগুলি ভালো করে জেনে নেবেন। কেননা আবেদন করার আগে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শুন্যপদ কয়টি আছে, বেতন কত, বয়সসীমা কত লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু আমরা নিচে পরপর জানিয়েছি। 


Indian Army Central South Bangalore Group C Recruitment 2022

নোটিশ নম্বরঃ davp 10601/11/0026/2122


আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 


যেসমস্ত গ্রুপ-C পদে নিয়োগ করা হবেঃ

(1) মেসেঞ্জার-MTS (Messenger- MTS)


(2) ওয়াচম্যান-MTS (Watchman MTS)


(3) সাফাইওয়ালা- MTS (Safaiwala- MTS)


(4) মেস ওয়েটার (Mess Waiter)


(5) রুম ওর্ডারলি (Room Orderly)


(6) মাসালচি (Masalchi) 


বেতনঃ 

প্রতিটি গ্রুপ-সি পদের জন্য পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000-56,900 টাকা বেতন দেওয়া হবে। 


বয়সসীমাঃ 

18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যাবে। সরকারি নিয়ম অনুযায়ী SC, ST শ্রেনিরা পাঁচ বছরের এবং OBC শ্রেনিরা তিন বছরের ছাড় পাবেন।


শিক্ষাগত যোগ্যতাঃ 

মাধ্যমিক পাশ 


শুন্যপদঃ

(1) মেসেঞ্জার-MTS- 2 টি (UR-1, ExSM-1)


(2) ওয়াচম্যান-MTS- 1 টি (UR)


(3) সাফাইওয়ালা- MTS- 3 টি (UR-1, OBC-1, SC-1)


(4) মেস ওয়েটার- 1 টি (UR)


(5) রুম ওর্ডারলি- 3 টি (UR-1, OBC-1, EWS-1)


(6) মাসালচি- 1 টি (UR)


আবেদন প্রক্রিয়াঃ

Step-1 প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করার ফর্ম ডাউনলোড করতে হবে। (অফিসিয়াল নোটিশেও ফর্মটি দেওয়া আছে, নোটিশ ডাউনলোড করার লিংকও নিচে পেয়ে যাবেন)। 


Step-2 আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করে নিতে হবে।    


Step-3 প্রিন্ট করার পর ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে। 


Step-4 ফর্ম পূরণ করা হলে ফর্মের সাথে দরকারি ডকুমেন্টের জেরক্স সংযুক্ত করতে হবে।


Step-5 তারপর আবেদনপত্রটি একটি খামে ভরতে হবে। 


Step-6 আবেদনপত্রের ঐ খামটি 27 ডিসেম্বর 2021 তারিখের মধ্যে স্পীড পোষ্ট অথবা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে একটি ঠিকানায় পাঠাতে হবে। 


আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ

The Commandant, Selection Centre South, Cubbon Road, Bangalore-560042, Karnataka.


আবেদন করার সময়সীমাঃ

27 ডিসেম্বর 2021 তারিখ অবধি আবেদন করতে পারা যাবে।


Official Notice Download Now

Apply Form Download Now




Top Post Ad

Below Post Ad

Ads Area