Ads Area

মাধ্যমিক পাশ সরকারি চাকরির | Madhyamik Pass Govt Recruitment 2022, WB Govt Jobs 2022

 মাধ্যমিক পাশ সরকারি চাকরির | Madhyamik Pass Govt Recruitment 2022, WB Govt Jobs 2022

আবারও পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। পশ্চিমবঙ্গে একের পর এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর। 

পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প "তসর বন্ধু " তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের ব্লক অফিসে। শুধুমাত্র মাধ্যমিক পাশে এই প্রকল্পে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্পূর্ণ অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে। 


যেই ব্লকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই ব্লকের তসর চাষীদের উদ্যোগ উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের যাবতীয় কাজে নিযুক্ত করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শেষ অবধি পড়বেন । 

আরও বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ পোস্ট টি পড়বেন।

মাধ্যমিক পাশ সরকারি চাকরির | Madhyamik Pass Govt Recruitment 2022, WB Govt Jobs 2022

শূন্যপদের নাম : " তসর বন্ধু " প্রকল্পের কর্মী 


শিক্ষাগত যোগ্যতা : শিক্ষাগত যোগ্যতা হিসাবে শুধু মাত্র মাধ্যমিক পাশ করলে এই পদে আবেদন করতে পারবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে তবে নূন্যতম যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ। 


আবেদনকারীর বয়স : বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে।

 অন্যান্য যোগ্যতা থাকতে হবে :


1. আবেদনকারীকে অবশ্যই সেই ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে যে ব্লকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। 

2.আবেদনকারীর অবশ্যই আধার ও ভোটার কার্ড থাকতে হবে। 

3.তসর চাষি সংক্রান্ত ট্রেনিং থাকলে অগ্রাধিকার পাবে। 4.তসর চাষে সাধারণ জ্ঞান থাকতে হবে এবং স্বনির্ভর দলের সাথে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। 

5.তসর চাষিদের সঙ্গে যোগাযোগ করতে প্রার্থীকে অবশ্যই একটি বাই সাইকেল এবং একটি স্মার্ট ফোন থাকতে হবে। 

6.আবেদনকারীর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় সেভিংস একাউন্ট থাকতে হবে। 

7.আবেদনকারীকে অবশ্যই তসর চাষি পরিবার ভুক্ত হতে হবে এবং তার প্রমাণ দিতে হবে। 

আবেদন পদ্ধতি :

এই চাকরির জন্য আপনাকে আগ্রহী  অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে । নিচে আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক দেওয়া হল সেখান থেকে ডাউনলোড করে আবেদন করবেন।

👉Madhyamik Pass Government Jobs Apply Online

আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা করবে:


1. মাধ্যমিক এডমিট কার্ড

2.মাধ্যমিক মার্কশিট

3. আধার ও ভোটার কার্ড 

4.কাস্ট সার্টিফিকেট 

5.সেলিকালচার প্রশিক্ষণ শংসাপত্র ( যদি থাকে) 

6.তসর পরিবার ভুক্ত কিনা তার প্রমাণ পত্র 

7.অন্যান্য অভিজ্ঞতা থাকলে দিতে পারেন 

উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি আবেদন পত্রের সঙ্গে লাগিয়ে জমা করতে হবে। 


আবেদন জমার স্থান ও শেষ তারিখ : 

অফিসিয়াল নোটিশে উল্লেখিত ব্লক অফিসে জমা করতে হবে এবং আবেদনের শেষ তারিখ 7 জানুয়ারি 2021। 


ইন্টারভিউ-র তারিখ ও স্থান : নোটিশে উল্লেখিত ব্লক অফিসে সকাল 11 টা হইতে শুরু হবে, 10-01-2022 তারিখে। 


আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখেনিবে -

Official Notification Download Now


Official Website Visit Now


 👉Group D And C Jobs 


Top Post Ad

Below Post Ad

Ads Area