SPMCIL Recruitment 2022
চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় চাকরির সুযোগ করে দিচ্ছে SPMCIL . নতুন বছরের কর্মসংস্থানেরও খবর। কেন্দ্রীয় সরকারের ঘরে চাকরির সুযোগ। তা-ও আবার মাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাতেই।
এই চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের একটি শাখা। যাঁদের বয়স অনূর্ধ্ব ২৫ এবং যাঁরা ন্যূনতম দশম শ্রেণি পাশ তাঁদের সামনে খুলে যাবে অভাবিত-প্রায় এই সুযোগ।
SPMCIL Recruitment 2022:
সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের অধীনে জুনিয়র টেকনিশিয়ান (প্রিন্টিং) এবং ফায়ারম্যান (আরএম) পদে মোট ২৭ জনকে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে অনলাইনে মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হবে ।
এই চাকরির বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো -
পাথি নিয়োগ পদ্ধাতি :
এই চাকরির জন্য পার্থি বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। এই চাকরির জন্য পরীক্ষায় হবে - জেনারেল অ্যাওয়্যারনেস, ইংলিশ ল্যাঙ্গোয়েজ, রিজনিং এবং কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড বিষয়ে মোট ১৬০টি ১ নম্বরের প্রশ্ন থাকবে। সময় দেড় ঘণ্টা। এই পরীক্ষায় কোনও রকম নেগেটিভ মার্কিং থাকবে না।
আবেদনের বয়সসীমা :
এই চাকরির জন্য দু'টি পদের ক্ষেত্রেই প্রার্থীদের বয়স ১ জুলাই, ২০২১ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে ।
আবেদন পদ্ধতি : আপনি যদি এই চাকরির করতে চান তাহলে আপনাকে সরাসরি সরকারি ওয়েবসাইট যেতে হবে। এবং সেখানে গিয়ে আবেদন করতে হবে। নিচে ওয়েবসাইট এর লিংক দেওয়া হলো -
http://spphyderabad.spmcil.com
আবেদন ফি : এই চাকরির জন্য আপনাকে আবেদন ফি বাবদ ৬০০ টাকা অনলাইন এর মাধ্যমে জমা করতে হবে।
কি কি পদে নিয়োগ :
ফায়ারম্যান: মোট শূন্যপদের সংখ্যা ২
মাধ্যমিক অথবা সমতুল্য কোনও বোর্ডের পরীক্ষায় পাশ, স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফায়ারম্যান ট্রেনিংয়ের শংসাপত্র থাকলে এই পদের জন্য আবেদন করা যেতে পারে।
প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং দু'চোখেই ফুল ফিল্ড ভিশন থাকতে হবে। তির্যক দৃষ্টি, বর্ণান্ধতা ইত্যাদি সমস্যা থাকলে আবেদন করা যাবে না।
জুনিয়র টেকনিশিয়ান (প্রিন্টিং):
এই পদে মোট শূন্যপদের সংখ্যা ২৫
প্রিন্টিং ট্রেডের পুরো সময়ের (রেগুলার কোর্সে) আইটিআই শংসাপত্র থাকলে এই পদের জন্য আবেদন করা যেতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত কিছু শর্ত এখানেও থাকছে।
বেতন :
এই চাকরির জন্য আপনাকে প্রতি মাসে বেতন হিসাবে ১৮,৭৮০ টাকা থেকে ৬৭,৩৯০ টাকা।
বিঃদ : আপনি যদি এই চাকরির আবেদন করতে চানম , তাহলে আপনি সরাসরি ওয়েবসাইট ভিসিট করতে এই চাকরির অফিসিয়াল নোটিশ টি ডাউনলোড করে ভালো ভাবে পরে তারপর আবেদন করবেন।