TATA Metaliks kharagpur Apprentice Recruitment 2021: টাটা মেটালিক্স খড়গপুরে ইউনিটের জন্য অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে।
ফিটার, ইলেক্ট্রিসিয়ান, টার্নার এবং ওয়েল্ডার (গ্যাস এন্ড ইলেকট্রিক) ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দে দিয়ে
চাকরি দেওয়া হবে।
মোট পদ 30 টি। মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন, আই টি আই করা না থাকলেও আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 29/11/2021 এবং 30/11/2021 তারিখ NAPS পোর্টালে। আবেদন অনলাইনের মাধ্যমে করা যাবে । এই চাকরির সমস্ত রকম তথ্য নিচে আলোচনা করা হলো।
ইলেট্রিশিয়ান:
শূন্যপদ: 10 টি
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো সিকৃত বোর্ড / কাউন্সিল থেকে সাইন্স এবং গণিত সহ মাধ্যমিক / সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আই টি আই (ITI) উত্তীর্ণ হলে ভালো হয় , তবে ITI করা না থাকলেও আবেদন করতে পারবেন।
বয়স: ১৮ থেকে ২৪
স্টাইপেন্ড: 6,000 - 8,050 টাকা প্রতি মাসে।
ট্রেনিং এর মেয়াদ: 23 মাস ।
টার্নার:
শূন্যপদ: 10 টি
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো সিকৃত বোর্ড / কাউন্সিল থেকে সাইন্স এবং গণিত সহ মাধ্যমিক / সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আই টি আই (ITI) উত্তীর্ণ হলে ভালো হয় , তবে ITI করা না থাকলেও আবেদন করতে পারবেন।
বয়স: ১৮ থেকে ২৪ বছর
স্টাইপেন্ড: 6,000 - 8,050 টাকা প্রতি মাসে।
ট্রেনিং এর মেয়াদ: 25 মাস ।
ফিটার:
শূন্যপদ: 30 টি
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো সিকৃত বোর্ড / কাউন্সিল থেকে সাইন্স এবং গণিত সহ মাধ্যমিক / সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আই টি আই (ITI) উত্তীর্ণ হলে ভালো হয় , তবে ITI করা না থাকলেও আবেদন করতে পারবেন।
বয়স: উল্লেখ নেই।
স্টাইপেন্ড: 6,000 - 8,050 টাকা প্রতি মাসে।
ট্রেনিং এর মেয়াদ: 23 মাস ।
ওয়েল্ডার (গ্যাস এন্ড ইলেকট্রিক):
শূন্যপদ: 10 টি
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো সিকৃত বোর্ড / কাউন্সিল থেকে সাইন্স এবং গণিত সহ মাধ্যমিক / সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আই টি আই (ITI) উত্তীর্ণ হলে ভালো হয় , তবে ITI করা না থাকলেও আবেদন করতে পারবেন।
বয়স: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
স্টাইপেন্ড: 6,000 - 8,050 টাকা প্রতি মাসে।
ট্রেনিং এর মেয়াদ: 15 মাস ।
সমস্ত পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
আবেদন ফি :
প্রার্থীদের কোনো রকম আবেদন ফি দিতে হবে না৷
প্রার্থী নির্বাচন পদ্ধতি:
প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বরের ভিত্তিতে। নির্বাচিত প্রাথীদের ইমেইলের মাধ্যমে জানানো হবে। অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে। আবেদন করার আগে , অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটি ডাউনলোড করে ,ভালো করে পড়ে ,তারপর আবেদন করবেন।
আবেদন পদ্ধতি:
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের
National Apprentice portal (NAPS)
https://apprenticeshipindia.org
এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
(I). অফিসিয়াল ওয়েবসাইট https://apprenticeshipindia.org
এ যান। যদি রেজিস্ট্রেশন না করা থাকে তবে রেজিস্ট্রেশন করে নিবেন। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে । তারপরে
"Apprenticeship Opportunities" মেনুতে ক্লিক করতে হবে
এরপর বামদিকে "Search By Establishment Name" সেকশনে Tata Metaliks Limited অথবা এই Establishment Code টি E05201900045 টাইপ করে সার্চ করে নিবেন।
এর পর আপনি সমস্ত পদ গুলো দেখতে পাবেন, যে পদের জন্য আপনি আবেদন করতে ইচ্ছুক সেটি সিলেক্ট করে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু হয়েছে 29/11/2021 তারিখ থেকে। আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের 14 দিনের মধ্যে।