Ads Area

WB Health Job Recruitment, H.S Pass jobs in West Bengal | chief medical officer of health Recruitment: Nadia District

  সংক্ষিপ্ত বিবরণ :     আবারও পশ্চিমবঙ্গের নাদিয়া জেলার স্বাস্থ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। 

বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে  ডিস্ট্রিক্ট হেলথ এবং সমিতি।  মেমো নম্বর CMOH-NAD/8239  .

নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল  হিসাবে। গ্রাডুয়েশনে যোগ্যতাই নিয়োগ করা হবে।  আপনি যদি এই চাকরির আবেদন করতে চান , তাহলে এই পোস্ট সম্পূর্ণ পড়বেন এবং তার পর আবেদন করবেন।  এই চাকরির সমস্ত তথ্য নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো। 



যে যে পদ গুলিতে নিয়োগ করা হবে 

১) পদের নাম : টেকনিকাল সুপারভিসর , ব্লাড সার্ভিস  ( NHM )

মোট শূন্য পদ : এই চাকরির জন্য মোট শূন্য পদ ১ টি। 

যোগ্যতা :  এই চাকরির জন্য আপনাকে অবশ্যই  উচ্চ-মাধ্যমিক পাশ এবং মেডিকেল ল্যাবটরি  ডিপ্লোমা থাকতে হবে। 

বয়স : এই চাকরির আবেদন করার জন্য আপনার বয়স ৪০ এর মধ্যে  হতে হবে। 

বেতন : এই চাকরির জন্য আপনাকে প্রতি মাসে ২২০০০/ টাকা করে দেওয়া হবে। 

২) পদের নাম : ল্যাব টেকনিশান  , ব্লাড সার্ভিস  ( NHM )

মোট শূন্য পদ : এই চাকরির জন্য মোট শূন্য পদ ১ টি। 

যোগ্যতা :  এই চাকরির জন্য আপনাকে অবশ্যই  উচ্চ-মাধ্যমিক পাশ এবং মেডিকেল ল্যাবটরি  ডিপ্লোমা থাকতে হবে। অথবা মেডিকেল ল্যাবটরি  তে স্নাতক পাশ থাকতে হবে। 

বয়স : এই চাকরির আবেদন করার জন্য আপনার বয়স ৪০ এর মধ্যে  হতে হবে। 

বেতন : এই চাকরির জন্য আপনাকে প্রতি মাসে ২২০০০/ টাকা করে দেওয়া হবে। 


৩) পদের নাম : কাউন্সিলার   , ব্লাড সার্ভিস  ( NHM )

যোগ্যতা :  এই চাকরির জন্য আপনাকে অবশ্যই  উচ্চ-মাধ্যমিক পাশ এবং মেডিকেল ল্যাবটরি  ডিপ্লোমা থাকতে হবে। অথবা মেডিকেল ল্যাবটরি  তে স্নাতক পাশ থাকতে হবে। 

বয়স : এই চাকরির আবেদন করার জন্য আপনার বয়স ৪০ এর মধ্যে  হতে হবে। 

বেতন : এই চাকরির জন্য আপনাকে প্রতি মাসে ২০,০০০/ টাকা করে দেওয়া হবে। 

৪) পদের নাম : কালা আজার , টেকনিকাল সুপার ভাইসর  

৫) পদের নাম : ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট 

৬) পদের নাম : পিয়ার সাপোর্ট স্টাফ 


আবেদন পদ্ধতি : 

আবেদন মূল্য: আপনি যদি এখনো আবেদন করতে চান এবং জেনারেল প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন মূল্য হিসেবে 100 টাকা দিতে হবে এবং আপনি যদি রিজাভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন মূল্য হিসেবে 50 টাকা দিতে হবে।


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: এখানে আবেদন শুরু হয়েছে 13 ডিসেম্বর 2021 তারিখ থেকে এবং আবেদন চলবে 31 ডিসেম্বর 2021 তারিখ পর্যন্ত।


আবেদন পদ্ধতি: এখানে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করলেই সেখানে আবেদনপত্রটি পেয়ে যাবেন। আবেদনপত্রটি পূরণ করার পরে আপনারা আবেদনপত্রের সঙ্গে আপনাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টে ও অন্যান্য ডকুমেন্টস যুক্ত করে সেটি একটি খামে ভরে স্পিড পোস্ট বা রেজিস্ট্রার পদের মাধ্যমে নিচের দেওয়া ঠিকানায় জমা করতে হবে।


আবেদন পাঠানোর ঠিকানা: chief medical officer of health, Ndia & Secretary, district health and family welfare summit, 5 D L Roy Road, PO- Krishnanagar, District- Nadia, Pin- 741101.


OFFICIAL NOTICE: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


Top Post Ad

Below Post Ad

Ads Area