চাকরি প্রার্থীদের বিরাট বড় সুখবর কারণ আবারও,, পশ্চিমবঙ্গের নতুন জেলায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । West Bengal Food and Supply Data Entry Operator Recruitment 2021, বীরভূম জেলার ব্লকে ডেটা এন্ট্রি অপারেটর চাকরির সুযোগ, WB New jobs, WB govt recruitment
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার ব্লক অফিসে কোনো পরীক্ষা ছাড়াই শুধু মাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে । এই কর্মী জেলার খাদ্য ও সরবরাহ (Food & Supply) দফতরের রেশন কার্ড,দুয়ারে রেশন প্রকল্পের নানা কাজে নিযুক্ত করা হবে।
আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হিন , তাহলে আবেদন করতে পারবেন এবং পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে যদি তার নিন্মলিখিত যোগ্যতা থাকে।
ইচ্ছুক প্রার্থীরা এই পোস্টটির সম্পর্কে শেষ অবধি পড়বেন যাতে সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে।
শূন্যপদের নাম :
ডাটা এন্ট্রি অপারেটর ( Additional Data entry operator)
শিক্ষাগত যোগ্যতা :
এই চাকরির জন্য প্রার্থীকে যে কোনো শাখা থেকে গ্রেজুয়েট (Graduate) পাশ করতে হবে তাহলে আবেদন করতে পারবে।
এবং সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। MS Word, Basic Knowledge থাকা আবশ্যক।
বয়স:
বয়স সাধারণত 20-40 বছর হলে এই চাকরির জন্য আবেদন করা যাবে এবং সংরক্ষিত দের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
আবেদন পদ্ধতি :
এই চাকরি অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে । নিচে উল্লেখিত ব্লক অফিসে, আবেদন ফর্ম নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করবেন।
আবেদন জমা করার ঠিকানা :
Office of The Block Development Officer, Murarai -II Development Block, Paikar Birbhum.
আবেদন জমার শেষ তারিখ :
10-12-2021 এর মধ্যে অফিসে গিয়ে ফর্ম জমা করতে হবে। সরাসরি কিংবা পোস্ট এর মাধ্যেমে ।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে :-
1.এডমিট কার্ড /বয়সের প্রমাণ
2. সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
3.ভোটার কার্ড
4.আধার কার্ড
5. বাসিন্দা প্রমান
6.কাস্ট সার্টিফিকেট
7.পাসপোর্ট সাইজের ছবি ।
উপরের সব ডকুমেন্টস এর জেরক্স কপি সঙ্গে আবেদন পত্র লাগিয়ে জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া :
ইন্টারভিউ ও কম্পিউটার টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ-র স্থান ও তারিখ -
আগামী 13-12-2021 তারিখে সকাল 11 টা থেকে
Block Conference Hall,Murarai -II Development Block, Paikar Birbhum তে ইন্টারভিউ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন
