চাকরির সংক্ষিপ্ত বিবরণ : রাজ্যের ফুড অ্যান্ড সাপ্লাই দপ্তরে গ্রুপ-C কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বিডিও অফিসের মাধ্যমে নিয়োগটি করা হবে। নিয়োগ করা হবে ডাটা এনট্রি অপারেটর পদে।
এর আগেও বিভিন্ন জেলায় উক্ত পদে নিয়োগ হয়েছিল এবং আমরা সেবিষয়ে আমাদের ওয়েবসাইটে পোষ্ট করেছিলাম।
এই নিয়োগটি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে করা হবে। যাতে শুধুমাত্র বাঁকুড়া জেলার বাসিন্দারাই আবেদন করতে পারবে। আজকের এই নিয়োগের বিস্তারিত বিষয় নিচে জানানো হবে।
নোটিশ মেমো নম্বরঃ 46
নোটিশ প্রকাশের তারিখঃ 07.01.2022
পদের নামঃ ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator- DEO)
বেতনঃ এই চাকরির জন্য প্রতি মাসে ১৩ হাজার টাকা
বয়সসীমাঃ এই চাকরির জন্য আবেদনকারীর বয়স 01.01.2021 তারিখ অনুযায়ী 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই চাকরির জন্য গ্র্যাজুয়েশন পাশ হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে।
শুন্যপদঃ এই চাকরির জন্য 1 টি
নিয়োগ প্রক্রিয়াঃএই চাকরির জন্য লিখিত পরীক্ষা, কম্পিউটার প্র্যাকটিকাল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে
চাকরির ধরনঃ এই চাকরির টি কন্ট্রাকচুয়াল হিসাবে নিয়োগ হবে।
আবেদন প্রক্রিয়াঃ
অফিসিয়াল নোটিশের শেষের পেজে আবেদন করার জন্য ফর্ম দেওয়া আছে। প্রথমে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে A4 পেজে আবেদন করার ফর্মটি প্রিন্ট করতে হবে। তারপর ঐ ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করা হলে ফর্মের সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভরতে হবে এবং বাঁকুড়া জেলার জয়পুর বিডিও অফিসের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
The Block Development Officer, Joypur, Bankura.
| গুরুত্বপূর্ণ তারিখ | |
| নোটিশ প্রকাশ | 07.01.2022 |
| আবেদন শুরু | 07.01.2022 |
| আবেদন শেষ | 17.01.2022 |
▶️ নিয়োগ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।
