Central Railway recruitment 2022: সেন্ট্রাল রেলওয়েতে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত যোগ্যতা থাকলে রেলের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীদের।
Railway recruitment 2022: সব মিলিয়ে ২৪২২টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে সেন্ট্রাল রেলওয়ে। ১৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে নিয়োগের প্রক্রিয়া। আগামী ১৬ ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। আবেদনকারীদের সেন্ট্রাল রেলের অফিশিয়াল ওয়েবসাইট rrccr.com.-এ আবেদনপত্র পাঠাতে হবে। প্রার্থীদের পাঁচটি ভৌগোলিক অবস্থান (মুম্বই, ভুসাওয়াল, পুনে, নাগপুর , সোলাপুর) থেকে একটি ক্লাস্টার বেছে নিতে হবে। একের বেশি জায়গা বা ক্লাস্টার বেছে নিতে পারবেন না আবেদনকারীরা।
Central Railway recruitment drive 2022: কীভাবে আবেদন করবেন ?
1 অফিশিয়াল ওয়েবসাইট- rrccr.com-এ যান
2 হোম পেজে উপলব্ধ ‘Online application for engagement of apprentices for the year 2021-22’লিঙ্কে ক্লিক করুন
3 সব বিবরণ লিখুন ও প্রয়োজনীয় নথি আপলোড করুন
4 আবেদন সম্পূর্ণ হলে সাবমিটে ক্লিক করুন
5 আরও রেফারেন্সের জন্য 'কনফারমেশন পেজ'টি ডাউনলোড করুন
Jobs in Central Railway: বয়স সীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ১৫ বছরের ঊর্ধ্বে ও ২৪-এর নিচে হতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে যান।
Jobs in Central Railway: শিক্ষাগত যোগ্যতা
এই পদের জন্য প্রার্থীকে একটি স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ ক্লাস ১০ বা তার সমতুল্য (10+2 পরীক্ষা পদ্ধতির অধীনে) পাশ করতে হবে। ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং বা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের শংসাপত্র থাকতে হবে প্রার্থীর কাছে।
Central Railway recruitment: প্রার্থী বাছাই
মেধা তালিকার ভিত্তিতে হবে প্রার্থী বাছাই। সেই ক্ষেত্রে ম্যাট্রিকুলেশনে (ন্যূনতম ৫০ শতাংশ মোট নম্বর সহ) যে ট্রেডে চাকরিপ্রার্থী কাজ শিখেছেন সেই আইটিআই নম্বরের ভিত্তিতে হবে নিয়োগ।
