Ads Area

পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রূপ -D এবং অন্যান্য পদে কর্মী নিয়োগ কৃষি বিজ্ঞান কেন্দ্রে চাকরি | Krishi Vigyan Kendra Recruitment 2022

 চাকরির বিবরণ : রাজ্যের কৃষি বিজ্ঞান কেন্দ্রে গ্রুপ-D এবং অন্যান্য পদে কর্মচারি নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে অষ্টম শ্রেনি পাশ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারা যাবে। সেইসাথে পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই আবেদন করা যাবে। 

এইবার আমরা দেখে নেবো, কৃষি বিজ্ঞান কেন্দ্রে গ্রুপ-D এবং অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে কোন কোন পদ রয়েছ, বেতন কত দেওয়া হবে, শুন্যপদের সঠিক সংখ্যা এবং আবেদন করার প্রক্রিয়া। 

Krishi Vigyan Kendra Recruitment 

নোটিশ মেমো নম্বরঃ  DGKVK/550

নোটিশ প্রকাশের তারিখঃ  10.01.2022 

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নাম- লাইভস্টক অ্যাটেড্যান্ট (Livestock Attendant)

বেতন- এই চাকরি জন্য প্রতি মাসে ১২ হাজার টাকা 

শিক্ষাগত যোগ্যতা-  এই চাকরি জন্য অষ্টম শ্রেনি পাশ হতে হবে। সেইসাথে পশুপালন এবং পশুদের হ্যান্ডল করতে পারতে হবে। 

শুন্যপদ- 1 টি 

(2) পদের নাম- প্যারা ভেটেরিনারিয়ান (Para Veterinarian) 

বেতন- এই চাকরি জন্য প্রতি মাসে ১৫ হাজার টাকা 

শিক্ষাগত যোগ্যতা- এই চাকরি জন্য প্রাণী সম্পদ বিকাশ সহায়ক অথবা প্রাণী রক্ষকের এক বছরের কোর্স কয়রা থাকতে হবে। অথবা ভেটেরিনারি ফার্মেসিতে দুই বছরের ডিপ্লোমা থাকতে হবে। সেইসাথে গ্রামীন এলাকায় উক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

শুন্যপদ- 1 টি 

(3) পদের নাম- ভেটেরিনারি ডাক্তার (Veterinary Doctor)

বেতন- এই চাকরি জন্য প্রতি মাসে ৪৫ হাজার টাকা 

শিক্ষাগত যোগ্যতা- এই চাকরি জন্য ভেটেরিনারি সায়েন্সে মাস্টার ডিগ্রি করতে হবে। BVSc এবং AH এর ভ্যালিড রেজিস্ট্রেশন কয়রা থাকতে হবে। সেইসাথে গ্রামীন এলাকায় উক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

শুন্যপদ- 1 টি 

বয়সসীমাঃ  প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 64 বছরের কম হতে হবে।

নিয়োগের স্থানঃ  রামকৃষ্ণ মিশন আশ্রম, সারগাছি, মুর্শিদাবাদ। 

নিয়োগ প্রক্রিয়াঃ  সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ কয়রা হবে।  

ইন্টারভিয়ের তারিখঃ  25 জানুয়ারি 2022

ইন্টারভিউয়ের স্থানঃ  Dhaanyaganga KVK, Ramakrishna Mission Ashrama, Sargachi, Murshidabad. 

ইন্টারভিউয়ের সময়ঃ

  • ভেটেরিনারি ডাক্তার (Veterinary Doctor)- সকাল 10.30 
  • প্যারা ভেটেরিনারিয়ান (Para Veterinarian)- দুপুর 12.00 
  • লাইভস্টক অ্যাটেড্যান্ট (Livestock Attendant)- দুপুর 2.00

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

Top Post Ad

Below Post Ad

Ads Area