Ads Area

রাজ্যে রুপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৫ হাজার টাকা || Rupashree Prakalpa Recruitment 2022 । West Bengal Govt Recruitment 2022

 চাকরির সংক্ষিপ্ত বিবরণ : রাজ্যের আরো একটি জেলায় রুপশ্রী প্রকল্পের আওতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এনট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে।

 কয়েকদিন আগেই আমরা উত্তর ২৪ পরগণা জেলায় রূপশ্রী প্রকল্পে নিয়োগের বিষয়ে জানিয়েছিলাম। আপনি যদি আমাদের ওয়েবসাইট নিয়মিত প্রতিদিন ভিজিট করেন তাহলে অবশ্যই জেনে থাকবেন। 


প্রথমেই জানিয়ে রাখি, আজকের এই নিয়োগটি করা হবে পূর্ব বর্ধমান জেলায়। চলুন এইবার আমরা এই রুপশ্রী প্রকল্পে নিয়োগের বিভিন্ন বিষয়গুলি এক এক করে জেনে নিই।

Rupashree Prakalpa Recruitment 

নোটিশ মেমো নম্বরঃ  02/ DPMU/ RP/ PBDN/ X/ 08

নোটিশ প্রকাশের তারিখঃ  04/01/2022

আবেদনের মাধ্যমঃ  অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ 

(1) অ্যাকাউন্ট্যান্ট (Accountant) 

(2) ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator) 

পদ বিষয়ক তথ্যাদি (Post Details)

(1) পদের নাম- অ্যাকাউন্ট্যান্ট

বেতন-  এই চাকরির জন্য মাসিক বেতন ১৫ হাজার টাকা 

বয়সসীমা- এই চাকরির জন্য  01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 – 40 বছরের মধ্যে হতে হবে। SC, ST এবং OBC শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC, ST শ্রেণিরা ৫ বছরের এবং OBC-রা ৩ বছরের। 

শিক্ষাগত যোগ্যতা- 

  • এই চাকরির জন্য কমার্স বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে।
  • এই চাকরির জন্য কম্পিউটারে কাজের জ্ঞান থাকতে হবে।
  • MS Office, MS Word, MS Excel, MS Power Point এর কাজ জানতে হবে।
  • স্প্রীড শিট, ট্যালি এবং প্রেজেন্টেশন প্যাকেজের কাজ জানতে হবে।
  • সেইসাথে বেসরকারি অথবা সরকারি কোনো প্রতিষ্ঠানে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 

শুন্যপদ- 3 টি 

(2) পদের নাম- ডাটা এনট্রি অপারেটর

বেতন- এই চাকরির জন্য  মাসিক বেতন ১১ হাজার টাকা 

বয়সসীমা- এই চাকরির জন্য  01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 – 40 বছরের মধ্যে হতে হবে। SC, ST এবং OBC শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC, ST শ্রেণিরা ৫ বছরের এবং OBC-রা ৩ বছরের।

শিক্ষাগত যোগ্যতা- 

  • যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে।
  • কম্পিউটারে কাজের জ্ঞান থাকতে হবে।
  • MS Office, MS Word, MS Excel, MS Power Point এর কাজ জানতে হবে।
  • কম্পিউটারে প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। 
  • সেইসাথে বেসরকারি অথবা সরকারি কোনো প্রতিষ্ঠানে ১ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 

শুন্যপদ- 15 টি

বিশেষ যোগ্যতাঃ এই চাকরির জন্য  আবেদনকারীকে অবশ্যই পূর্ব বর্ধমান জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 

নিয়োগের স্থানঃ পূর্ব বর্ধমান জেলায় নিয়োগ করা হবে। 

আবেদন প্রক্রিয়াঃ

Step-1 প্রথমে অফিসিয়াল নোটিশটি মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করতে হবে। 

Step-2 অফিসিয়াল নোটিশের ৬ নম্বর পেজে আবেদন করার ফর্ম দেওয়া আছে, ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে।   

Step-3 প্রিন্ট করা ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে। 

Step-4 পূরণ করা হলে ফর্মের সাথে দরকারি ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে।

Step-5 তারপর আবেদনপত্রটি একটি খামে ভরতে হবে। 

Step-6 আবেদনপত্রের ঐ খামটি পূর্ব বর্ধমান জেলার DPMU, Rupashree Prakalpa এর ড্রপ বক্সে অথবা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে জমা করতে হবে। 

আবেদন ফিঃ 

এই চাকরির জন্য  আবেদন করতে টাকা লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ 04.01.2022
আবেদন শুরু 04.01.2022
আবেদন শেষ19.01.2022

Top Post Ad

Below Post Ad

Ads Area