Ads Area

TET Recruitment 2022 : 8700 শূন্যপদে পশ্চিমবঙ্গে প্রাইমারি ও হাইস্কুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। WB Primary Teachers Recruitment 2022

 শিক্ষকতার চাকরি করতে চান? এবার আপনার জন্য একটি বিরাট বড়ো সুখবর। পশ্চিমবঙ্গে প্রাইমারি, হাইস্কুল ও উচ্চ মাধ্যমিক স্তরে 8700 শূন্যপদে শিক্ষক ও শিক্ষিকা পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের আর্মি স্কুলে টেট পাশ না করলেও আবেদন করতে পারবে। প্রাইমারি টেট বিজ্ঞপ্তি 2022


136 টি আর্মি স্কুলে এই স্কুল শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক এবং শিক্ষকতার চাকরি করার যোগ্যতার অধিকারী তারা শেষ অবধি পড়বেন নিচে সবিস্তারে আলোচনা করা হল -

যে যে পদ গুলিতে  শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে 

প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে। 

1. প্রাইমারি শিক্ষক (PRT)

শিক্ষাগত যোগ্যতা : এই চাকরির যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ করতে হবে এবং সঙ্গে B.ED কিংবা D.EL.ED পাশ করলে আবেদন করতে পারবে। সঙ্গে 50 শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। 

2. মাধ্যমিক শিক্ষক (TGT

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্তরে শিক্ষকতার জন্য আবেদন করতে হলে গ্রেজুয়েট পাশ সঙ্গে 50 শতাংশ নম্বর ও সঙ্গে B.ED ডিগ্রি পাশ করতে হবে সঙ্গে 50 শতাংশ নম্বর থাকতে হবে। 

3. উচ্চ মাধ্যমিক শিক্ষক (PGT)

শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকতার জন্য আবেদন করতে হলে নূন্যতম যোগ্যতা পোস্ট গ্রেজুয়েট 50 শতাংশ নম্বর ও সঙ্গে B.ED ডিগ্রি পাশ সঙ্গে 50 শতাংশ নম্বর থাকতে হবে। 

আবেদনকারীর বয়স : সাধারণত বয়স হতে হবে 40 বছরের মধ্যে কিন্তু অভিজ্ঞতা থাকলে তারা 57 বছর বয়স অবধি আবেদন করতে পারবে।

CTET/TET রাজ্য কিংবা কেন্দ্র স্তরে টেট পাশ করা আবশ্যিক না আবেদন করতে তবে নিয়োগের ক্ষেত্রে CTET/TET পাশ করা প্রার্থীরা অগ্রাধিকার পাবে। উপরে উল্লেখিত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। 

আবেদন পদ্ধতি : আবেদন করতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনের মাধ্যমে। নিচে রেজিষ্ট্রেশন লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে রেজিষ্ট্রেশন করতে পারবে। https://register.cbtexams.in/AWES/Registration/

আবেদন ফী : আবেদন রেজিষ্ট্রেশন করার সময় পরীক্ষার ফী হিসেবে 385 টাকা জমা করতে হবে। এটা ফেরাত দেওয়া হবে না। 

নিয়োগ সংক্রান্ত তারিখ সমূহ : রেজিষ্ট্রেশন শুরু হয়েছে 7 জানুয়ারি 2022 থেকে। 

রেজিষ্ট্রেশনের শেষ তারিখ 28 জানুয়ারি 2022 পর্যন্ত। 

পরীক্ষার এডমিট প্রকাশ করা হবে 10 ফেব্রুয়ারী 2022 থেকে। 

পরীক্ষা হবে 19 ও 20 ফেব্রুয়ারী 2022

পরীক্ষার ফলাফল প্রকাশ করবে 28 ফেব্রুয়ারী 2022 এ।

নিয়োগ প্রক্রিয়া : অনলাইন মাল্টিপল চয়েস প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে এবং এরপর আরও কয়েক ধাপের পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে হলে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখেনিবেন। 


Official website : Click Here


Top Post Ad

Below Post Ad

Ads Area